মনিরুল হক,কোচবিহারঃ

বিজেপি ও তৃণমূল সংঘর্ষে উত্তাপ্ত হয়ে উঠল দিনহাটা। ওই ঘটনায় আহত হয় ৩ জন বিজেপি কর্মী-সমর্থক। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে দিনহাটা ২নং ব্লকের বুড়িরহাট ২নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসন্তীরহাট এলাকার টালাপাকা গ্রামে।আহত ওই ৩ জন কর্মীকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।বাকি নিরঞ্জন শীল (৩৯) ও গীতা বর্মণ (৩১) দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ গেলে তা স্বাভাবিক হয়ে যায়।বিজেপি নেতৃত্বের অভিযোগ, বুধবার ভোর রাতে দিনহাটা ২নং ব্লকের বুড়িরহাট ২নং গ্রাম পঞ্চায়েতের তেলাপাকা এলাকায় আমাদের বিজেপির কর্মীদের উপর হামলা চালানো হয়৷
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু,আহত আরও এক
একটি মারুতি ভ্যান নিয়ে এসে বেশ কয়েকজন হামলা করে৷তাতে ৩ জন বিজেপি কর্মী আহত হয়েছেন৷ তাদেরকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই হামলার পিছনে রয়েছে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা৷ হামলার অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে৷
যদিও ওই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসে নেতৃত্বের দাবী, দিনহাটা ২নং ব্লকে বিজেপির সংগঠন নেই।মানুষ জানেন বিজেপি একটি সাম্প্রদায়িক দল। তাই তাদের মানুষ একটি ভোটও দেবেন না। ভোটে জয়ী হতে পারবে না জেনেই বিজেপি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে তৃণমূল কংগ্রেসের গায়ে দাগ লাগিয়ে দিতে চায়।তাদের এই আশা কোন দিনই পুরন হবে না। মানুষ তাদের যোগ্য জবাব দেবে ভোটের মাধ্যমে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে দিনহাটার ভেটাগুড়িতে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে সভা ছিল৷ তৃণমূলের অভিযোগ, সেই সভার আগের রাতে সভা মঞ্চে ভাঙচুর করে দেয় বিজেপি।নির্বাচন কমিশনে হামলার অভিযোগ জানান হয়েছিল৷যদিও বিজেপি ওই ঘটনার কথা অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন৷
সপ্তদশ লোকসভা নির্বাচনে দেশের ৫৪৩টি লোকসভার কেন্দ্রের মধ্যে এক নম্বর লোকসভা কেন্দ্র কোচবিহার। এই লোকসভা কেন্দ্রে মাথাভাঙা,কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা ও নাটাবাড়ি এই সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584