নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
তৃণমূল-বিজেপি সংঘর্ষ পশ্চিম মেদিনীপুর জেলায়। মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত ৮নং গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামে শুক্রবার সকালে তৃণমূল এবং বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে আহত তিন বিজেপি কর্মী। আহত এক বিজেপি কর্মী মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
আরও পড়ুন: মুখোমুখি সংঘর্ষে লরিতে আগুন,অগ্নিদগ্ধ হয়ে মৃত দুই চালক
বিজেপির অভিযোগ, প্রসেনজিৎ সিং নামে এক বিজেপির বুথ সভাপতিকে শুক্রবার সকালে মারতে মারতে স্থানীয় তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়।পরে খবর পেয়ে অন্য বিজেপি কর্মীরা প্রতিরোধ করতে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।ঘটনা নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584