আবহাওয়া বিপর্যয়ের সুযোগে তিনটি সোনার দোকানে চুরি

0
85

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

three jewellery shop robbery
নিজস্ব চিত্র

ঘূর্নিঝড় “ফণী”র দাপটকে কাজে লাগিয়ে জয়নগরে একসাথে তিনটি সোনার দোকানে শাটার ভেঙে চুরির ঘটনা ঘটলো।সোনা রুপার গহনা ও নগদ মিলিয়ে তিনটি দোকানের ক্ষতির পরিমান প্রায় ছ’লক্ষ টাকা।জয়নগর আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষনা অনুযায়ী শুক্রবার রাতেই দক্ষিন ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে আছড়ে পড়ার কথা ছিল ঘুর্নিঝড় ফণীর,এবং সেই ঝড় থেকে রক্ষা পেতে বাড়ী থেকে বাইরে বেরতে নিষেধ করে আগে থেকেই মানুষকে সতর্ক করা হয়।

three jewellery shop robbery
লকার ভেঙে চুরি। নিজস্ব চিত্র
three jewellery shop robbery
ভাঙা শাটার । নিজস্ব চিত্র

আর সেই সতর্ক বার্তাকে কাজে লাগিয়ে জয়নগর থানার ঢিল ছোঁড়া দূরত্বে দুর্যোগপূর্ন আবহাওয়ায় পর পর তিনটি জুয়েলারী দোকানে শাটার ভেঙে চুরি করে দুষ্কৃতকারীরা।

অন্যান্য দিনের মতো আজ সকালে দোকান খুলতে এসে শাটার ভাঙা দেখে থানায় খবর দেন দত্তবাজারের স্বর্ন ব্যবসায়ী শুভাশিস বলিয়ার।সাথে সাথে পুলিশ আসার পর দোকানের মধ্যে ঢুকে দেখেন সমস্ত সোনা রুপার গহনার বাক্স ছড়িয়ে ছিটিয়ে পরে আছে এবং আয়রন চেস্ট টির তালাও ভাঙা।

আরও পড়ুনঃ গরু চুরির প্রতিবাদে পথ অবরোধ

three jewellery shop robbery
নিজস্ব চিত্র
three jewellery shop robbery
দেবেন পাল,ব্যবসায়ী । নিজস্ব চিত্র

গহনা ও নগদ মিলিয়ে আনুমানিক প্রায় ২লক্ষ টাকার জিনিস খোয়া গেছে বলে জানান ঐ স্বর্ন ব্যবসায়ী।২য় ঘটনাটি ঘটেছে জয়নগর থানার ধ্বনন্তরি কালি মন্দিরের কাছে অন্য একটি সোনা দোকানেও শাটার ভেঙে চুরির ঘটনা ঘটে।সেখানকার ব্যবসায়ীরা সকালেই ফোন করে স্বর্ন ব্যবসায়ী দেবেন পাল কে জানায় যে তার দোকানের শাটার ভাঙা। তৃতীয় ঘটনাটি ঘটে পশ্চিম পাড়ায়।সেখানে ও স্বর্ন ব্যবসায়ী অর্ধেন্দু মিষ্ত্রি দোকান খুলতে এসে দেখেন তাঁর দোকানের শাটার ভাঙা এবং প্রায় ২ লক্ষ টাকার গহনা নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতকারীরা।এই ঘটনায় আতঙ্কিত জয়নগরের ব্যবসায়ী মহল।যদিও ঘটনার খবর পেয়ে তিনটি দোকানেই যায় জয়নগর থানার পুলিশ,ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here