নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
এক সদ্যজাত শিশুকে ব্রিজ থেকে ছুঁড়ে ফেলার অভিযোগে আটক এক মহিলা সহ দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া গন্ধেশ্বরী নদীর বড়ো ব্রীজ সংলগ্ন এলাকায়।
স্থানীয়দের অভিযোগ তারা হঠাৎ এক মহিলা সহ দুই ব্যক্তিকে গন্ধেশ্বরী নদীর বড়ো ব্রিজের ফুটপাতের উপর সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। সাথে উড়ো ভাবে ভেসে আসে শিশুর কান্নার আওয়াজ।
তারপর হঠাৎ জলে কিছু একটা ফেলার বিকট শব্দ শুনে এগিয়ে যায় তারা। তখনই হাতেনাতে ধরে ফেলে ওই মহিলা সহ দুই ব্যক্তিকে। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানার পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে এলে তাদের পুলিশের হতে তুলে দেওয়া হয়। কেন এই নিষ্পাপ শিশুকে ব্রিজ থেকে ফেলা হলো সেই প্রশ্ন জিজ্ঞাসা করতে অভিযুক্তদের সাথে বাকবিতণ্ডায় ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে স্থানীয় এলাকার মানুষেরা।
আরও পড়ুনঃ লালগোলায় বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩
জানা যায়,কাপড়ে জড়িয়ে শিশুটিকে ব্রীজের ফুটপাথের ওপরে উঠে শিশুটিকে নদীতে ছুঁড়ে ফেলে অভিযুক্তরা। প্রথমে স্থানীয় বাসিন্দারা তারপর পুলিশের একটি টিম নদীতে নেমে শিশুটির খোঁজে তল্লাশি শুরু করে।
গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে শেষমেষ উদ্ধার হয় ওই নিস্পাপ শিশু কন্যার নিথর দেহটি। ততক্ষনে শিশুটির প্রাণ নেই। দুটি চোখ বন্ধ করে পৃথিবীর আলো থেকে চির বিদায় নিয়েছে সে।
কোথা থেকে আনা হল শিশুটি, কি তার পরিচয় তা নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসা শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।
তবে অভিযুক্তরা তাদের মেদিনীপুরের বাসিন্দা বলে দাবি করেন। অভিযুক্তদের তরফে জানানো হয় শিশুটি কন্যা সন্তান এবং মানসিক ভারসাম্যহীন জন্মগ্রহন হওয়াই তাদের এই অমানবিক সিদ্ধান্ত।
শিশুটিকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584