মনিরুল হক, কোচবিহারঃ
এলাকা কার দখলে থাকবে তা নিয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত দিনহাটার বুড়িরহাট। ওই ঘটনার জেরে বেশ কয়েকজনকে মারধর ও একটি মোটর বাইক ভাঙচুর হয় বলে অভিযোগ। আহতদের মধ্যে ২ জন ব্যক্তিকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
ওই ঘটনায় জড়িত থাকায় ফলে পুলিশ ১ জনকে আটক করেছে। যদিও এই ঘটনায় একদল আর এক দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দিনহাটার বুড়িরহাট এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা বাইক মিছিল করছিল। সেই সময় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাধে। তারপরে দুই দলের লোকজন জড়ো হতে শুরু হয়। পরবর্তী সময়ে দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। তাতে বেশ কয়েকজন আহত হয় বলে অভিযোগ। পরে তাদের মধ্যে ২ জনকে দিনহাটা মহকুমা হাস্পাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুনঃ পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ আদিবাসী সংগঠনের
এদিন এবিষয়ে তৃণমূলের বুড়িরহাট অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাতে সঞ্জীব বর্মন নামে এক কর্মী সহ দুইজন বাজার থেকে বাড়ি ফিরছিল। সেই সময় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী আমাদের ওই দুই কর্মীকে আটক করে মারধর করেন এবং তাদের মোটর বাইকটি ভাঙচুর করে। ওই ঘটনার ফলে সঞ্জীব বর্মন সহ দুই তৃণমূল কর্মী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুনঃ করোনা সচেতনতায় পথ নাটক ঝাড়গ্রামে
যদিও তৃণমূলের ওই অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতা প্রদীপ বর্মন বলেন, বুড়িরহাট এলাকায় তৃণমূলের বাইক মিছিল চলছিল। সেই সময় মিছিল থেকে একদল তৃণমূল কর্মী আমাদের বিজেপি কর্মী অলোক বর্মনের বাড়িতে গিয়ে তাকে মারধর করে। পরে তাকে বামনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, বুড়িরহাট এলাকায় একটা ঝামেলা হয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584