দিনহাটার নিখোঁজ তিন কিশোরের হদিশ মিলল দিল্লিতে

0
57

মনিরুল হক, কোচবিহারঃ

অবশেষে দিনহাটার নিখোঁজ তিন কিশোরের হদিশ মিলল দিল্লীতে। রবিবার রাতে নিউ দিল্লির রেল স্টেশনে ওই তিন কিশোরদের দেখতে পায় রাজ্জাক মিয়া নামে স্থানীয় এক যুবক। তিনি ওই তিন কিশোরকে খুঁজতে দিল্লির দিকে রওনা দেন। তারপর রবিবার ওই তিন কিশোরকে তিনি নর্থ-ইস্ট ট্রেন থেকে নামতে দেখেন। ওই তিন কিশোরদের দেখেই চিনতে পান। পরে তিনি তাদের সাথে কথা বলেন। আজ তাদেরকে দিল্লি থেকে বাড়িতে নিয়ে আসছেন ওই যুবক।
গত শুক্রবার রাতে পেউলাগুড়ি ব্লক মসজিদ এলাকা থেকে সাগর রহমান, জাহানুর মিয়া, জহানুর আলম নিখোঁজ হয়। এদের মধ্যে সাগর দশম শ্রেনী এবং বাকি দুইজন সপ্তম শ্রেনীর ছাত্র। শনিবার সারাদিন তাদেরকে খোঁজাখুঁজির পর কোন সন্ধান পাওয়া যায় নি।পরে দিনহাটা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করা হলেও তাদের খোঁজ খবরে বিশেষ জোর দেয়নি পুলিশ বলেই অভিযোগ ওই তিন কিশোরের পরিবারের।
জানা গেছে, স্থানীয় এক বাসিন্দারের কাছ থেকে নিখোঁজ হওয়া এই তিন কিশোর দিল্লী কি ভাবে যাওয়া যায় তা জিজ্ঞাসা করেছিল। তারপরেই ওই তিন কিশোর নিখোঁজ হয়। ওই কথা জানার পরে পরিবারের লোকজনেরা নিজেরাই খুঁজতে শুরু করে। পরে অবশেষে তাদের নর্থ-ইস্ট ট্রেন থেকে পাওয়া যায়।

নিজস্ব চিত্র

নিখোঁজ হওয়া ওই তিন যুবকের দাবি, তাদের পরিবার খুব দরিদ্র,তাই দিল্লীতে গিয়ে কাজ করে তারা টাকা পাঠাতে চেয়েছিল পরিবারকে। কারন তাদের ওই এলাকার অনেকেই দিল্লীতে কাজ করে টাকা উপার্জন করছে। তাই তারও দিল্লিতে চলে এসেছে কাজের খোঁজে।
ওই ঘটনা প্রসঙ্গে জেলা শিশু সুরক্ষা আধীকারিক স্নেহাশিস চৌধুরী জানান, “ওই তিন কিশোরদের সচেতনতার প্রয়োজন আছে। ওই কিশোরের সাথে আমরা কথা বলব। তারা যেন পড়াশুনা ছেড়ে ভিন রাজ্যে না যায়। প্রয়োজনে তাদের বাড়ির লোকজনদের সাথে কথা বলব আমরা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here