নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৩ জন। আক্রান্তরা জেলার কোন ব্লকের বাসিন্দা, তা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। রবিবার মালদহ মেডিক্যাল কলেজের পরীক্ষাগার থেকে পাওয়া প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, ৩৩০ জনের লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে।
তাতে মোট ২৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে ৩ জন উত্তর দিনাজপুরের বাসিন্দা বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।
আরও পড়ুনঃ খুশির ইদে শুধু বিষাদের সুর, দেখা নেই মন্ত্রী-আমলাদের
উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, ‘রবিবার গভীর রাতে ৩ জনের করোনা আক্রান্তের রিপোর্ট পেয়েছি। তাঁদের নাম-ঠিকানা নিয়ে কিছু বলব না। আক্রান্ত ৩ জনকে রায়গঞ্জের কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এই জেলার ৫ জন সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন।’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584