শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা সংক্রমণ বিপুল হারে বেড়ে যাওয়ায় রাজ্য জুড়ে কনটেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার থেকে ৭ দিনের জন্য শুরু হয়েছে গোটা রাজ্যে কনটেনমেন্ট জোন ভিত্তিক লকডাউন। কিন্তু তা সত্য নতুন নতুন এলাকায় প্রতিদিনই দেখা যাচ্ছে সংক্রমণ।
তাই আগের প্রকাশিত সেই কনটেনমেন্ট জনের তালিকা সংশোধন করে কনটেনমেন্ট জনের পরিধি বৃদ্ধি করল নবান্ন। নতুন তালিকাতে কলকাতার তিন এলাকা যুক্ত হওয়ার পাশাপাশি রাজ্য জুড়ে ২৬ টি নতুন এলাকা যুক্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ ফেরাল তিন হাসপাতাল! মৃত্যু করোনা পজিটিভ তরুণের
নবান্নের প্রকাশিত তথ্য অনুযায়ী, কলকাতার যে নতুন তিনটি এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল, ৩৭এ এবং ৩৭বি গরচা রোড গড়িয়াহাট ফ্ল্যাট ও সংলগ্ন এলাকা, ২৮এ এবং ২৯৯ রামকৃষ্ণ সমাধি রোড, কাকুড়গাছি ফ্ল্যাট ও সংলগ্ন এলাকা, ১৫৬ সি মানিকতলা রোড (মানিকতলা অ্যাপার্টমেন্ট), ২১এ প্রাননাথ পণ্ডিত রোড, বালিগঞ্জ, ১৩ ভবানীপুর রোড, বকুলতলা বস্তি।
রাজ্যজুড়ে মোট যে ২৬ টি জায়গাকে নতুনভাবে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলি ৩টি বাঁকুড়ায়, ৭টি পূর্ব বর্ধমানে, ১০ টি নদীয়ায়, ৫টি পশ্চিম মেদিনীপুরে ও দক্ষিণ দিনাজপুর ১টি। ফের নতুন করোনা সংক্রমনের হদিশ এলে এই নতুন জোন বৃদ্ধিও পুনর্বিন্যাস করা হবে বলে নবান্ন সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584