রায়গঞ্জে করোনা মুক্ত সাত স্বাস্থ্যকর্মী, নতুন আক্রান্ত তিন

0
20

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

করোনা আক্রান্ত কালিয়াগঞ্জ ব্লকের সাত স্বাস্থ্যকর্মীকে সুস্থ অবস্থায় কোভিড হাসপাতাল থেকে ছেড়ে দিল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্যদফতর। মঙ্গলবার সুস্থ সকল স্বাস্থ্য কর্মীদের হাতে ফুল, মিষ্টির প্যাকেট তুলে দেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান।

corona patient | newsfront.co
নিজস্ব চিত্র

হাসপাতাল থেকে বেরিয়ে যাবার সময় ফুল ছিটিয়ে বিদায় জানানো হয় করোনা জয়ীদের। গত ২৩ জুন কালিয়াগঞ্জের সাত জন মহিলা স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। আক্রান্তরা প্রত্যেকেই কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য দফতরের অধীনে কর্মরত।

আরও পড়ুনঃ মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অফিসার সহ তিন কর্মী করোনা আক্রান্ত

আক্রান্তদের মধ্যে আশা ও এএনএম কর্মী রয়েছেন। কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কাছে খবর পৌঁছতেই আক্রান্তদের প্রত্যেককে রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। এদিন তারা প্রত্যেকেই সুস্থ হওয়ায় কোভিড হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার আরও পাঁচ করোনা আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় তাদেরকেও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল।

অন্যদিকে, ২৬ থেকে ২৯ জুন পর্যন্ত আরও তিনজনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। তাদের একজন চোপড়া, একজন রায়গঞ্জের বাহিনগার পঞ্চায়েত এলাকার বাসিন্দা। অন্যজনের মালদহের বাসিন্দা হলেও রায়গঞ্জে থাকেন। তাদের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here