নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরে করোনায় আক্রান্ত আরও তিনজন। মঙ্গলবার গভীর রাতে তাঁদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত ৩ জন কালিয়াগঞ্জের বাসিন্দা। তবে আক্রান্তরা পরিযায়ী শ্রমিক কিনা জানা যায়নি।
গতকাল রাতে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে দুজনের লালারসের নমুনার রিপোর্ট পজেটিভ আসে বলে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনকে জানানো হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানান, ‘কিছু পজিটিভ রিপোর্টের খবর পেয়েছি। আক্রান্তদের রায়গঞ্জের কোভিড হাসপাতালে আনার ব্যবস্থা হচ্ছে। আতঙ্কের কিছু নেই।”
আরও পড়ুনঃ করোনার দোসর এবার আমপান
বুধবার তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট আসতেই তৎপরতার সাথে পুলিশ তিন আক্রান্তের বাড়ির এলাকা ঘিরে ফেলেছে। কন্টেনমেন্ট জোন তৈরি করে পুলিশি নজরদারি শুরু হয়েছে। তাদের সংস্পর্শে কারা এসেছিলেন তার খোঁজ শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584