মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহারে আরও তিনজন করোনায় আক্রান্ত হলেন। তার মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ও অন্য দু’জন পরিযায়ী শ্রমিক। আক্রান্ত স্বাস্থ্যকর্মী দিনহাটা হাসপাতালের নার্স। দুই পরিযায়ী শ্রমিক তুফানগঞ্জের বাসিন্দা। পরবর্তীকালে তাদেরকে কোচবিহার কোভিড হাসপাতালে সাময়িক সময়ের জন্য পাঠানো হয়।
প্রথমবার নেগেটিভ আসার পর এদিন দ্বিতীয় বার তাদের লালারস পরীক্ষা রিপোর্ট করোনা পজেটিভ আসে। এরপরেই নড়েচড়ে স্বাস্থ্য দফতর। সিল করে দেওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালের ওই আইসিইউ বিভাগ। তিনি হাসপাতালের যে ওয়ার্ডে ছিলেন সেই ওয়ার্ড জীবাণুমুক্ত করা হয়েছে। এছাড়াও হাসপাতালের চিকিৎসক ও নার্স সহ ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। দিনহাটা শহরের ৪ নম্বর ওয়ার্ডে ওই স্বাস্থ্য কর্মীর বাড়ির এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল জলঙ্গির গো-পালকরা
কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রণজিৎ ঘোষ বলেন, ‘ওই নার্সের সঙ্গে যাঁরা ডিউটিতে ছিলেন তাঁদের সবারই নমুনা পরীক্ষা করা হবে।’
কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত জেলায় ২৭৭জন সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২২০জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গতকাল দিনহাটা মহকুমা হাসপাতালের নার্স সহ তিনজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের মধ্যে দু’জন মহারাষ্ট্র ফেরত পরিযায়ী শ্রমিক। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। গতকাল চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এনিয়ে কোচবিহার জেলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬।
কোচবিহার জেলায় করোনা আক্রান্তের সংখ্যায দিনহাটা মহকুমাতেই সব থেকে বশি ছিল। কিন্তু সমস্ত আক্রান্তই ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিক। এই প্রথম কোন স্বাস্থ্য কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল দিনহাটায়। সেটাও আবার শহরের মধ্যে। ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ভাবে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584