নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আইএনএস রনবীর নামে ভারতীয় নৌসেনার একটি যুদ্ধ জাহাজে বিস্ফোরণে মৃত্যু হল ৩ সেনার। আহত আরও ১১ জন। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মুম্বাইয়ের কাছে নৌসেনারই ডকে ঘটেছে এই বিস্ফোরণ। প্রাথমিক তদন্তে অনুমান জাহাজের ভিতরেই ঘটেছে এই বিস্ফোরণ।
তবে যুদ্ধজাহাজটির খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। জাহাজের অন্য সেনারাই বিস্ফোরণের পরের পরিস্থিতি আয়ত্বে আনেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Mumbai: 3 Naval personnel die in explosion onboard INS Ranvir, probe ordered
Read @ANI Story | https://t.co/joqtCvtGIP
#INSRanvir #explosion pic.twitter.com/CA0sarLkFh— ANI Digital (@ani_digital) January 18, 2022
নৌসেনা সূত্রে জানা গিয়েছে যে, শীঘ্রই যুদ্ধজাহাজ আইএনএস রণবীরের উপকূলে ফিরে আসার কথা ছিল। নৌসেনার তরফে এই বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বক্তৃতার সময় টেলিপ্রম্পটার বিগড়ে বাকরুদ্ধ মোদী, টুইটারে ট্রেন্ডিং ‘#টেলিপ্রম্পটার প্রধানমন্ত্রী’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584