জিমেইল ব্যবহারকারীদের জন্য গুগল নিয়ে এল তিনটি নতুন ফিচার

0
140

প্রযুক্তি ডেস্কঃ

জিমেইল ব্যবহারকারীদের জন্য গুগল নিয়ে এল তিনটি নতুন ফিচার। ইমেইল থেকে ডিলিট হয়ে যাওয়া আপনার মেসেজকে পুনরুদ্ধার করতে তৎপর গুগল।

ইমেইল এর ফরম্যাটিং মেনুতে এবার নতুন শর্টকাট আসতে চলেছে । যেখানে থাকছে পূর্বাবস্থায় ফিরে যাওয়া (Undo) এবং পুনরায় লোড করার (Redo)  অপশন । আর একই সাথে গুগল একটি দুর্দান্ত সেটিং ইমেইলের  সাথে যুক্ত করেছে। এখন থেকে প্রয়োজনীয় ইমেইল গুলো সংযুক্তি সহ ইচ্ছামত ইএমএল ফাইল হিসাবে ডাউনলোড করা যাবে ।

ছবি সৌজন্যে- ndtv gadget

সূত্রের খবর, ইমেইল ব্যবহারকারীদের কাছ থেকে ‘প্রস্তাবিত প্রতুত্তর’  পাওয়ার পরই ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলোকে পুনরুদ্ধার করতে তৎপর গুগল। ইমেইলের সর্বশেষ আপডেট ভার্সনে এই জাতীয় সেটিংস গুলোকে আনতে চলেছে গুগল ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here