রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
প্রায় ৪০০কেজি গাঁজা সহ গ্রেপ্তার তিন।বৃহস্পতিবার দুপুরে সাগরদিঘী থানার পুলিস নাকা চেকিং-এর সময় একটি ধাবার সামনে থেকে সিমেন্ট ভর্তি ট্রাককে আটক করে।ট্রাকে তল্লাশি চালিয়ে পাওয়া যায় চল্লিশ প্যাকেট গাঁজা।যার আনুমানিক ওজন প্রায় ৪০০কেজি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গাঁজা ভর্তি গাড়িটি মনিপুর থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় গোপন সূত্রের খবর অনুযায়ী গাড়িটিকে আটক করে।গত ১১ মার্চ জেলা শাসক ড.পি.উল্গানাথন ফ্লাইং স্কোয়াড টিমের সূচনা করেন। ২২টি বিধানসভা কেন্দ্রে ৭২টি ফ্লাইং স্কোয়াড গাড়ীগুলি ঘুরবে।আজ সাগরদীঘি থানার সহযোগে এই টিম তিনজন গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করে।গাঁজা পাচারের অভিযোগে জোসান জয় রিয়াং,বিপ্লব রিয়াং এবং হুসেন সেখ নামে তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করে।
জোসান জয় রিয়াং এবং বিল্পব রিয়াং এর বাড়ি ত্রিপুরা রাজ্যের উনোকটি জেলায়। আর হুসেন সেখের বাড়ি মনিপুর রাজ্যের ট্রাইবাল জেলায়।
আরও পড়ুনঃ নাকা চেকিং-এ ফের উদ্ধার গাঁজা,ধৃত পাঁচ
গাঁজা পাচারে আটক করা গাড়ির নং এনএল০১এন ৯৩২২। ধৃতদের বুধবার আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584