নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার উপর ঘুচিশোলে মহিলাকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার করা হলো তিন অভিযুক্তকে। বচন মুর্মূ, সুকুমার মূর্মু, আলোক মূর্মু নামে ৩ অভিযুক্তকে শনিবার তোলা হল মেদিনীপুর জেলা আদালতে।
প্রসঙ্গত, পরকীয়ার জেরে বৃহস্পতিবার রাতে জোড়াকেউদি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উপরঘুচিশোল গ্রামে পিটিয়ে খুন করা হয় মালতি মূর্মু নামে এক মহিলাকে। গ্রামের যুবকদের বেধড়ক মারে জখম হয় সনাতন হাঁসদা নামে এক ব্যাক্তিও।
আরও পড়ুনঃ রবীন্দ্রভারতী কাণ্ডে বহিরাগত যোগ খতিয়ে দেখতে বিশেষ দল গঠন লালবাজারের
এরপর শুক্রবার সকালে দিনভর তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। মেদিনীপুর জেলা আদালতে শনিবার ধৃতদের নিয়ে আসা হলে সাংবাদিকদের সামনে গোটা ঘটনায় স্বীকার করে নেয় ধৃত আলোক মুর্মূ।
সে জানায়, বার কয়েক আগেও সালিশি সভা বসিয়ে সাবধান করা হয়েছিল মালতি মূর্মু ও সনাতন হাঁসদাকে। কথা না শোনায় সেদিন হাতেনাতে দুজনকে পেয়ে মারধর করে গ্রামের ৭ জন যুবক। এরপরেই মারা যায় মালতি মূর্মু। শনিবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন করতে চলেছে জেলা পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত বাকিদের নাগাল পেতে চাইছে জেলা পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584