নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
হরিশ্চন্দ্রপুরে বাজ পড়ে মৃত্যু হল তিনজনের। গুরুতর আহত একজন।
এদিন দুপুর তিনটে নাগাদ প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। তখনই বাজ পড়ে ওই ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বাড়ি আলাদা আলাদা গ্রামে।
পুলিশ জানিয়েছে, বারদুয়ারী দক্ষিণ রামনগর গ্রামের মিঠু কর্মকার (৩৩), বাইশা গ্রামের পিনু ওঁরাও (৫৭), এবং নারায়ণপুর গ্রামের সুলতান আহমেদ (২৩) মারা গিয়েছেন। এঁরা কেউ মাঠে কাজ করছিলেন, কেউ বা আমবাগানে ছিলেন। এদিকে বজ্রপাতের ফলে রামনগর এলাকার কৃষ্ণ সাহা (২২) নামক এক ব্যাক্তি গুরুতর আহত হন। তাকে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ বিধি না মেনেই চলছে শুটিং, হুঁশ নেই প্রশাসনের
এরপর অবস্থার অবনতি ঘটায় তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় একসঙ্গে তিন জনের বাজ পড়ে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584