তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
শনিবার কলকাতায় অনুষ্ঠিত রাজ্য ব্যাডমিন্টন এসোসিয়েশনের উদ্যোগে রাজ্যস্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার তিন ব্যাডমিন্টন খেলোয়াড়।
এই তিন সফল ব্যাডমিন্টন খেলোয়াড় হল যথাক্রমে শৌর্য দাশগুপ্ত,প্রিয়ামশ্বেতা শিকদার ও আজাহার জাহির রহমান।
উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সম্পাদক নির্মল কুমার ঘোষ জানান,অনুর্ধ (১৯)মিক্সড ডাবলস বিভাগে চ্যাম্পিয়ান হয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের উকিল পাড়ার শৌর্য দাশগুপ্ত। শৌর্যের পার্টনার হিসাবে ছিল দক্ষিণ ২৪ পরগনার রাসিকা দাস।
আরও পড়ুনঃ ইদ উপলক্ষে সফল পরীক্ষার্থীদের সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান জীবন্তিতে
অনুর্ধ (১৫)মহিলা ডাবলস বিভাগে রানার্স হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উকিল পাড়ার প্রিয়ামশ্বেতা শিকদার।প্রিয়ামশ্বেতার পার্টনার ছিল বর্ধমানের সোহিনী বন্দোপাধ্যায়।
এছাড়াও অনুর্ধ(১৩)পুরুষ ডাবলস বিভাগে রায়গঞ্জের আজাজ জাহিন রহমান রানার্স হয়। জাহিন রহমানের পার্টনার ছিল কলকাতার আমন কর।
উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সম্পাদক নির্মল কুমার ঘোষ বলেন,রাজ্য ব্যাডমিন্টন এসোসিয়েশনের উদ্যোগে রাজ্য স্তরের খেলা কলকাতার পিএলরায় ইন্ডোর ব্যাডমিন্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় গত ৪ জুন থেকে ৭ জুন।
উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সহকারী সম্পাদক গৌতম দাশগুপ্ত বলেন উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশন যে, ভাবে ব্যাডমিন্টনের ছেলেদের কোচিং দিয়ে থাকে এই সাফল্য তারই দৃষ্টান্ত বলা যেতে পারে।
জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আশীষ মন্ডল বলেন,এখানেই শেষ নয় আরো সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584