বিজেপির সভা লক্ষ্য করে তৃণমূলের ছোঁড়া ঢিলে আহত ৩ পুলিশ কর্মী

0
50

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

গুইয়াদহতে বিজেপির সদস্য গ্রহণ অভিযানের প্রচারের লক্ষ্যে এক সভার আয়োজন করেছিল গড়বেতার তিন নম্বর ব্লক বিজেপি।

সভা।নিজস্ব চিত্র

এরপর বিজেপির জেলা সহ সভাপতি রাজীব কুণ্ডু কাটমানি ইস্যুতে অভিযোগের তীর তোলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহের উপর সেই বক্তব্যের সময় হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা।

এরপর বিজেপির অভিযোগ সভা চলাকালীন তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী দূর থেকে ইঁট পাটকেল ছুঁড়তে থাকে এবং সেই ইটপাটকেলের আঘাতে তিন জন পুলিশ কর্মী আহত হয়।

আহত তিন পুলিশকর্মীকে দ্বাড়িগেড়িয়া তাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বর্তমানে বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

নিজস্ব চিত্র

আহত তিন পুলিশ কর্মীদের সাথে দেখা করতে আসেন জেলার বিজেপি সভাপতি সুমিত কুমার দাস।

এদিন বিজেপি জেলার সভাপতি বলেন, তৃণমূল কাপুরুষের মতো পিছন থেকে ঢিল মেরে তিন জন পুলিশ কর্মীকে আহত করেছেন এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

উত্তেজনা।নিজস্ব চিত্র
চিকিৎসাধীন আহত পুলিশ কর্মী।নিজস্ব চিত্র

অন্যদিকে তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি জানান, এখন বিজেপি রাজনৈতিক ভাবে আমাদের সঙ্গে লড়াই করতে পারছে না তাই হিংসার রাজনীতি বেছে নিয়েছে।

আরও পড়ুনঃ ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষে গাড়ির চালক সহ আহত পুলিশ আধিকারিক

বক্তব্যরত রাজীব কুন্ডু।নিজস্ব চিত্র
bjp leader | newsfront.co
সুমিত কুমার দাস,জেলা সভাপতি বিজেপি।নিজস্ব চিত্র

উত্তপ্ত ভাষণ দিয়ে এলাকার পরিস্থিতি বিঘ্নিত ঘটাচ্ছে। এটা খুব দুঃখজনক ঘটনার আমরা তীব্র নিন্দা করছি আইন আইনের পথে চলবে।

Ajit | newsfront.co
অজিত মাইত,জেলা সভাপতি তৃণমূল।নিজস্ব চিত্র

অন্যদিকে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান,আমরা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছি তদন্ত হবে তারপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।তবে বর্তমানে এলাকা পুলিশি নিয়ন্ত্রণে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here