নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শনিবার সকালে হাওড়া থেকে সেকেন্দরাবাদ গামী বিশেষ ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ৩ রেলকর্মীর। দক্ষিণ-পূর্ব রেলের ডুয়া এবং বালিচক স্টেশনের মধ্যে ঘটেছে এই দুর্ঘটনা।
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে মাঝের লাইন দিয়ে বিশেষ ট্রেনটি খড়্গপুরের দিকে যাচ্ছিল, সেখানেই কর্মরত ৪ রেলকর্মীকে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ কর্মীর। বাকি এক জন গুরুতর আহত। আহত ওই কর্মীকে খড়্গপুর রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই চিকিৎসাধীন তিনি।
আরও পড়ুনঃ এসএসকেএম হাসপাতালে হঠাৎই গুলি, রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক পুলিশ আধিকারিক
দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পৌঁছে যান বালিচক স্টেশনের আধিকারিকরা। তার পর ঘটনাস্থল থেকে আহত এবং নিহত রেলকর্মীদের উদ্ধার করা হয়।দুর্ঘটনার পর ২৫ মিনিট দাঁড়িয়েছিল ওই এক্সপ্রেস। সেই গাড়িতে করে আহতকে খড়্গপুর স্টেশনে নামানো হয়।
সেখান থেকে তাঁকে রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খড়গপুর ডিআরএম অফিসের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন কিছুক্ষণের মধ্যে।দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, ‘‘৩ জন গ্যাংম্যানের মৃত্যুর ঘটনা ঘটেছে। খুব দুঃখজনক ঘটনা। তদন্ত হবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
আরও পড়ুনঃ অসমে বিজেপি নেতার প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের, মোদীর ওপরেও জারি হোক দাবি কংগ্রেসের
রেলের তরফে জানানো হয়েছে, নিহত রেলকর্মীদের নাম বাপি নায়েক, মানিক মণ্ডল এবং নৃপেণ পাল। আহত রেলকর্মীর নাম কিসান বেসরা। মানিকের বাড়ি রাধামোহনপুর, কিসানের বাড়ি কোলাঘাটে। এবং বাকি দু’জনের বাড়ি খড়্গপুরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584