নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
বালুরঘাট শহর সংলগ্ন চকভৃগুতে এনসি হাই স্কুলের সামনে আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান ঘর।প্রাথমিক অনুমান শর্ট সার্কিটথেকে আগুন লাগে।স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে হাত লাগান।এরপর দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একটি খাতাপত্রের দোকান,একটি হোমিওপ্যাথি দোকান এবং একটি মিষ্টির দোকান ভস্মীভূত হয়ে যায়।ক্ষয় ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা।প্রাথমিক ভাবে জানা খাতা পত্রের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়।অল্পের জন্য রক্ষা পেল আশেপাশের দোকান সহ একটি স্কুলের ছাত্রাবাস।ওই স্কুলের দেওয়ার সংলগ্ন রাস্তার ধারে রয়েছে সারিসারি পাকা দোকান।
আরও পড়ুনঃ সাগরপাড়ায় ভয়াবহ আগুনে ভস্মীভূত দশটি বাড়ি
এদিন দুপুরে প্রথম আগুন লাগে একটি খাতাপত্রের দোকানে।সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পরে পাশের দোকানগুলিতে।খবর পেয়ে সেখানে যায় দমকলের দুটি ইঞ্জিন।তার আগেই স্থানীয়রা আগুন নেভাতে নেমে যায়। সকলের প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পরে আগুন আয়ত্তে আসে। ততক্ষণে পুড়ে ছাই চারটি দোকান।ঘটনাস্থলে ডিএসপি হেড কোয়াটার সহ বালুরঘাট থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু হয়েছে।তবে শট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584