স্ট্রিট লাইট নিয়ে বিবাদ, ইসলামপুরে গুলিতে আহত ৩

0
81

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের ইসলামপুরের টেঁকারাইপুরে স্ট্রিটলাইট বসানো নিয়ে বিবাদের জেরে একপক্ষের এলোপাথাড়ি গুলি চালানোয় আহত হয়েছেন তিনজন। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহত তিনজনই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

injured person | newsfront.co
আহত। নিজস্ব চিত্র

শুক্রবার রাত্রের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঐ গ্রামে। পরে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গ্রামে ইসলামপুরের ওসি আব্দুস সালাম শেখের নেতৃত্বে পুলিশি টহল চলছে রাত থেকেই।

আরও পড়ুনঃ পিনকন মামলায় মৌসুমি রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সহ আর্থিক জরিমানার নির্দেশ তমলুক আদালতের

অভিযোগ, টেঁকারাইপুর নতুন পাড়ার তেমাথা মোড়ে সম্প্রতি পঞ্চায়েতের সরকারি প্রকল্পে সোলার লাইট বসানো হয়। আজ সন্ধেই ঐ লাইট মাসিদুল ইসলাম নামের স্থানীয় এক মোটরবাইক গ্যারেজের মালিক তার দোকানের দিকে ঘুরিয়ে নেয়। এদিকে একদিকে আলোর অভিমুখ ঘুরিয়ে নেওয়ায় অন্ধকার হয়ে পড়ে জনবহুল মোড়টি। লাইট সরানোর প্রতিবাদ করে গ্রামের বাসিন্দারা। তা নিয়ে রাত্রি অবদি দুপক্ষের বচসা চলতে থাকে।

আরও পড়ুনঃ তন্ত্র সাধনার জন্যই ছেলেকে খুন মায়ের! বাড়িতে উদ্ধার লাল কাপড়, রহস্য

পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাইটটিকে আগের অবস্থানে বসানোর নির্দেশ দেয়। এদিকে পুলিশ চলে যাবার পর গ্রামের বাসিন্দারা গ্যারাজ মালিক মাসিদুলের বাড়ির সামনের রাস্তা দিয়ে যে যার নিজের বাড়ি ফিরছিলেন। অভিযোগ সেসময় অতর্কিতে ছাদের উপর থেকে মাসিদূল, তার বাবা সফিকুল ইসলাম ও দাদা হাসান আলি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

ঘটনায় মিজান শেখ, পিয়ারুল শেখ ও রাকিবুল ইসলাম নামের তিনজন গ্রামবাসী জখম হন। যাদের মধ্যে রাকিবুল ও মিজানের অবস্থা আশঙ্কাজনক। গুলির শব্দে সকলে ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন। পুলিশ অভিযুক্তদের খোঁজে গ্রামে তল্লাশি শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here