নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউন শিথিল হতেই মাদক পাচারকারীরা সক্রিয় উঠেছে মালদহ জেলায়। গত কয়েকদিন ধরে কালিয়াচক, বৈষ্ণবনগর থানার পুলিশ বেশ কয়েকজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। তার মধ্যে কেউ ফেন্সিডিল আবার কেউ বা ব্রাউন সুগার পাচারকারী।
সোমবার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ফের ব্রাউন সুগার পাচারকারী ৩ জনকে গ্রেফতার করল। তাদের কাছ থেকে উদ্বার করা হল ১৫০ গ্রাম ব্রাউন সুগার।
গোপন সূত্রের খবর পেয়ে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ এদিন ভোরে অভিযান চালিয়ে গঙ্গানারান এলাকা থেকে ওই তিন ব্যক্তিকে একটি মোটরবাইক সহ গ্রেফতার করে পুলিশ। ধৃতদের এদিন জেলা আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুনঃ বেআইনি মদের ঠেক বন্ধের দাবিতে বিক্ষোভ মহিলাদের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন নজরুল ইসলাম ,সদিকূল হক,ও নজরুল সেখ। ধৃতরা জালুয়াবাথান অঞ্চলের শ্রীরামপুর এলাকার বাসিন্দা।
ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ১৫০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকার বেশি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে,ধৃতরা ব্রাউন সুগার কাউকে পাচার করার উদ্দেশ্য সেখানে নিয়ে গিয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584