আলিপুরদুয়ারে হরিণের শিং উদ্ধার, ধৃত ৩

0
70

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার

সোমবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩১ নং জাতীয় সড়কে রাঙ্গালি বাজনার কাছে এস এস বির ১৭ নম্বর ব্যাটেলিয়ন ও জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ হরিণের শিং সহ ৩ জনকে গ্রেফতার করে। জানা গেছে,১৩ টি হরিণের শিং সহ ১টি মোটর বাইক ও ১টি মারুতি ভ্যানও উদ্ধার করা হয়েছে। ১৩ টি হরিণের শিংয়ের ওজন প্রায় ৮ কেজি ২৯ গ্রাম।

smugglers | newsfront.co
নিজস্ব চিত্র

মারুতি ভ্যানে করে হরিণের শিংগুলো পাচার করা হচ্ছিল । গ্রেফতার ৩ জনের নাম বাবলা বর্মণ, সেকেন্দাত আলি ও আজিজুল হক। গ্রেফতার ৩ জনই কোচবিহার জেলার বাসিন্দা।

deer antlers | newsfront.co
উদ্ধার হওয়া হরিণের শিং ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গান্ধীজির ছবিতে মাল্যদান করায় তান্ডব সামসেরগঞ্জে, অভিযুক্ত বিজেপি

বাবলা মাথা ভাঙার বাসিন্দা,সেকেন্দাত দিঘলহাটি ও আজিজুল সিংগিমারির বাসিন্দা। জলদাপাড়ার ডি এফ ও কুমার বিমল বলেন, ” এস এস বি এবং বন দফতর যৌথভাবে এই অভিযান চালিয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here