মদন মিত্রের অফিসে ঢুকে স্টিং অপারেশন, ধৃত প্রেসিডেন্সির পড়ুয়া-সহ ৩

0
147

শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ

suspected arrested | newsfront.co
ধৃতরা। লাইভের স্ক্রিনশট

নারদ তদন্ত যেন চোখ খুলে দিয়েছিল শাসকদল তৃণমূলের অনেক অজানা রহস্যের। তারপর অনেক বছর কেটে গেলেও ওই রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া ওই স্টিং অপারেশন এখনও উৎসাহিত করে অনেককেই।

ঠিক সেভাবেই গোপনে তৃণমূল নেতা মদন মিত্রের অফিসে ঢুকে স্টিং অপারেশন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তিন ছাত্র। বেলঘড়িয়ার বাসিন্দা ওই তিন যুবককে গ্রেফতার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। এদের মধ্যে একজন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অঙ্কন দত্ত, সঞ্জয় চক্রবর্তী, মৃণাল মুখোপাধ্যায়। তাঁদের এই কীর্তির কথা উল্লেখ করে ওই তিন ছাত্রের বিরুদ্ধে নিজেই লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র।

madam mitra | newsfront.co
মদন মিত্র। ছবিঃ লাইভের স্ক্রিনশট

আরও পড়ুনঃ শিলিগুড়িতে ডাকাতির আগেই ধৃত ৫ দুষ্কৃতী

জানা গিয়েছে, তারা দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের মদন মিত্রের একটি অটোমোবাইলের অফিসে যান। তারপরই অফিসের ভিতরে ঢুকে গোপনে মোবাইলে ছবি ও ভিডিও তুলতে শুরু করে দেন। বিষয়টি নজরে পড়তেই হাতে নাতে তাদের ধরে ফেলা হয়। এরপর প্রাক্তন মন্ত্রীর অভিযোগের ভিত্তিতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি পেছনে রাজনৈতিক যোগ উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা কারণ ধৃতরা সকলেই বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। বিষয়টি জানতে পেরে শুক্রবার রাতেই ধৃতদের পরিবারের সদস্যরা মদন মিত্রের সঙ্গে দেখা করে তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। তবে ধৃতদের আসল উদ্দেশ্য জানার আগে তাদেরকে ছাড়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here