বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শিলিগুড়ির রানীডাঙ্গার নর্থ পয়েন্ট আবাসিক স্কুল থেকে তিন ছাত্রের নিখোঁজের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল।তিনজন ছাত্রই দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।স্কুল সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় বেলা থেকেই নিখোঁজ হয়ে যায় তিনজন ছাত্র।
এরপরেই হইচই পরে যায় স্কুলে।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তিন ছাত্রের পরিবারের বাড়িতে।এই ঘটনার খবর পেয়ে রাতেই স্কুলে এসে উপস্থিত এক ছাত্রের পরিবার।স্কুল কর্তৃপক্ষ ও নিখোঁজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হয়।অনেক খোঁজাখুঁজি করার পরেও কোন খোঁজ না মেলায় স্কুলের তরফ থেকে বাগডোগরা থানাতে লিখিতভাবে জানানো হয়।অপরদিকে এদিন সকালে আরও এক ছাত্রের পরিবারের লোকজন স্কুলে এসে হাজির হয়।তারা এসে স্কুল কর্তৃপক্ষ সঙ্গে কথা বলেন।এর পাশাপাশি এদিন সকালে স্কুলে যায় বাগডোগরা থানার পুলিশ।জিজ্ঞাসাবাদ করা হয় শিক্ষকদের ও হোস্টেল সুপারজাইজারকেও। অপরদিকে নিখোঁজ তিন ছাত্রের মধ্যে এক ছাত্রের পরিবারের অভিযোগ যে স্কুলে নিরাপত্তার প্রচন্ড কড়াকড়ি আছে বলেই জানি।এত নিরাপত্তা থাকা সত্বেও কিভাবে তিনটি ছেলে স্কুল থেকে বেরিয়ে গেলো সেই প্রশ্নও তোলেন।এই প্রসঙ্গে স্কুলের অধ্যাপিকা সুমিতা রায় বলেন যে,শনিবার সন্ধ্যায় হোষ্টেলের ইনচার্জ তাদেরকে জানান তিনজন ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না।এরপরেই তারা বাড়ির লোককে খবর দেন।খোঁজাখুঁজি শুরু করা হয় স্কুলের তরফ থেকে কিন্তু খোঁজ না মেলায় আমরা থানাতে বিষয়টি জানিয়েছি।আশা করছি শীঘ্রই ছাত্রদের উদ্ধার করা যাবে। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।
আরও পড়ুনঃ বিজেপিতে আস্থা রেখে গোপন ডেরা থেকে বার্তা গুরুঙের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584