ইউজিসির ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার তিন, একটির বিরুদ্ধে এফআইআর

0
412

ওয়েবডেস্কঃ

ইউজিসির ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার মোট তিনটি বিশ্ববিদ্যালয়ের নাম আছে। তারমধ্যে একটির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এফআইআর করা হয়েছে।

গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সত্যপাল সিং সংসদে জানান যে দেশের ভুয়ো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে ‌।ইউজিসি কর্তৃক চিহ্নিত দুটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। যে দুটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের একটি। সেটি হল নদীয়ার বায়োকেমিক এডুকেশন গ্রান্টস কমিশন ইন নদীয়া। অপরটি হলইনস্টিটিউট অফ প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট (আইআইপিএম) দিল্লি।

এছাড়াও ইজিসি তাদের নিজস্ব ওয়েবসাইটে ২৪ টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছে ।তার মধ্যে আছে পশ্চিমবঙ্গের দুটি। এই দুই বিশ্ববিদ্যালয় হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন ও ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এন্ড রিসার্চ,৮-এ, ডায়মন্ড হারবার রোড, বুলেটেচ সান, দ্বিতীয় তলা, ঠাকুরপুকুর, কলকাতা – ৭০০০৬৩।

আইএএনএস এর তথ্য সূত্রে জানা গেছে যে, ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন কর্তৃক চিহ্নিত ২৪ টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সহ নিষেধাজ্ঞার কথা লিখিত আকারে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং । তবে ইউজিসি আইন অনুযায়ী এই সমস্ত জাল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইউজিসি আইনত মাত্র এক হাজার টাকা করে জরিমানা করতে পারে।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সত্যপাল সিং জানান, ” যে সমস্ত ভুয়ো বিশ্ববিদ্যালয় গুলোতে স্নাতক ও স্নাতকোত্তর বিভিন্ন কোর্স চলছে এবং বিভ্রান্তিকর বিভিন্ন বিজ্ঞাপন চলছে সেই সমস্ত ইউনিভার্সিটির বিরুদ্ধে ইতিমধ্যেই শোকজ ও সতর্ক নোটিশ পাঠানো হয়েছে । প্রয়োজনে তাদের বিরুদ্ধে ইউজিসি আইন ও ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে ।”

ইউজিসি কর্তৃক চিহ্নিত বাকি ২৪ টি ভুয়ো ইউনিভার্সিটি হল:-

১.মৈথিলি ইউনিভার্সিটি, দারভাঙ্গা, বিহার

২. কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দারিয়াগঞ্জ, দিল্লি

৩. ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি

৪. ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি

৫. এডিআর-সেন্ট্রিক জুরিডিকাল ইউনিভার্সিটি, এডিআর হাউস, ৮জে, গোপাল টাওয়ার, ২৫ রাজেন্দ্র প্লেস, নয়া দিল্লি – ১১০০০৮

৬. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং , নয়া দিল্লি

৭. বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এম্প্লয়মেন্ট, রোজগার সেবাসদন, ৬২৭, সঞ্জয় এনক্লেভ, জিটিকে ডিপো এর উল্টো দিকে, দিল্লি -১১০০৩৩

৮. আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, ৩৫১-৩৫২, ফেজ -১, ব্লক-এ, বিজয় বিহার, রিথালা, রোহিণী, দিল্লি -১১০০৮৫

৯. বাদগাভী সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, গোকাক, বেলগাঁও, কর্ণাটক

১০. সেন্ট জনস ইউনিভার্সিটি, কিশানতামম, কেরল

১১. রাজা অ্যারাবিক বিশ্ববিদ্যালয়, নাগপুর, মহারাষ্ট্র

১২. ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা

১৩. ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এন্ড রিসার্চ,৮-এ, ডায়মন্ড হারবার রোড, বুলেটেচ সান, দ্বিতীয় তলা, ঠাকুরপুকুর, কলকাতা – ৭০০০৬৩

১৪. বারানসিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বারাণসী (ইউপি) জগৎপুড়ি, দিল্লি

১৫.মহিলা গ্রাম বিদ্যাপীঠ/বিশ্ববিদ্যালয়, (উইমেন্স ইউনিভার্সিটি) প্রয়াগ, এলাহাবাদ, উত্তরপ্রদেশ

১৬. গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, এলাহাবাদ, উত্তরপ্রদেশ।

১৭. নেতাজি সুভাষ চন্দ্র বোস ইউনিভার্সিটি (ওপেন ইউনিভার্সিটি), আচল্টাল, আলীগড়, উত্তরপ্রদেশ

১৮. উত্তর প্রদেশ বিশ্ববিদ্যালয় , কোসি কালান, মথুরা, উত্তরপ্রদেশ

১৯. মহারাণা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয়, প্রতাপগড়, উত্তরপ্রদেশ

২০. ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, ইনস্টিটিউশনাল এরিয়া, খোদা, মকনপুর, নয়ডা ফেজ -২, উত্তরপ্রদেশ

২১. নবভারত শিক্ষা পরিষদ, অনুপর্ণা ভবন, প্লট নম্বর ২৪২, পানী ট্যাংকি রোড, শক্তিনগর, রাউরকেলা -৭৬৯০১৪।

২২. উত্তর ওড়িশা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওড়িশা

২৩. শ্রী বোধি একাডেমী অফ হায়ার এডুকেশন, নং ১৮৬, থিলাসপেট, ভাজুথাবুর রোড, পুদুচেরি -৬০৫০০৯

২৪.ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর, উত্তরপ্রদেশ

উল্লেখ্য, স্বপ্নের লক্ষ্য নিয়ে যাত্রাপথে দৌড়ানো ছাত্রছাত্রীদের এই সমস্ত ভুয়ো প্রতিষ্ঠানের পাল্লায় পড়়ে ঠকার অভিযোগ সাম্প্রতিক কালে বেশ কিছু পাওয়া গিয়েছে ।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here