নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাইচুর, বেলাগাভী ও বিদর -কর্ণাটকের এই তিন জেলায় বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী রজ:স্বলা মহিলাদের টিকা না নিতে পরামর্শ দিচ্ছেন এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয় সমাজকর্মী বিদ্যা পাটিল।
বিদ্যার অভিযোগ, এই তিন জেলার বেশ কয়েকটি টিকাকরণ কেন্দ্র থেকে এরকম অভিযোগ পাওয়া গিয়েছে যে, রজ:স্বলা মহিলারা টিকা নিতে গেলে তাঁদের স্বাস্থ্য কর্মীরা পরামর্শ দিচ্ছেন পিরিয়ড সাইকেল শেষ হবার পরে টিকা নিতে নাহলে দেখা দিতে পারে শারীরিক অসুবিধা। কিন্তু টিকা না নিয়ে চলে যাওয়ার পর ওই মহিলারা আবার চার-পাঁচদিন পরে এসে টিকা নিচ্ছেন কিনা তার কোন তথ্য ওই কেন্দ্রগুলিতে থাকছে না।
বিদ্যা জানিয়েছেন সরকারের এমন কোন নির্দেশিকা নেই, যাতে রজ:স্বলা মহিলাদের টিকা নিলে শারীরিক ক্ষতি হতে পারে এমন বলা হয়েছে। উল্টে একাধিকবার সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে বলা হয়েছে রজ:স্বলা মহিলারাও নির্ভয়ে টিকা নিতে পারেন। রাইচুর জেলার এক স্বাস্থ্য আধিকারিক জানান এমন কোন নির্দেশ তাঁরা দেননি। ইতিমধ্যে বেলাগাভী জেলা থেকেও একই অভিযোগ জানান এক মহিলা। রাইচুর জেলার ডেপুটি কমিশনার আর ভেঙ্কটেশ কুমারও জানান সরকারের তরফে স্পষ্ট ভাবে বলা হয়েছে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে টিকা সম্পূর্ণ নিরাপদ।
আরও পড়ুনঃ বিচ্ছেদ ঘোষনা হতেই ফতিমা সানাকে জড়িয়ে আমিরকে নিয়ে ট্রোল শুরু নেট দুনিয়ায়
ভারতে টিকা নেওয়ার ক্ষেত্রে বড়সড় লিঙ্গ বৈষম্য লক্ষ্য করা যায়, তা অনুসন্ধান করতে গিয়েই উঠে আসছে এমন সব তথ্য। সন্তান সম্ভবাদের আগে দেওয়া হচ্ছিল না টিকা, কিন্তু সম্প্রতি সরকার জানিয়েছে টিকা নিতে কোন সমস্যা নেই তাঁদেরও।
সাম্প্রতিক কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে কিছু সংখ্যক রজ:স্বলা মহিলা জানিয়েছেন টিকা নেওয়ার পরে তাঁদের সেসময় স্বাভাবিকের চাইতে বেশি রক্তক্ষরণ হয়েছে বা পরবর্তী সাইকেল একটু পিছিয়ে গিয়েছে এছাড়া আর কোন দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যার তথ্য এখনো কোথাও দেখা যায়নি।
সমীক্ষায় প্রকাশ, গতমাসে ব্রিটেনে ২২ মিলিয়ন মহিলা টিকা নিয়েছেন। তার মধ্যে ৪০০০ জন জানিয়েছেন তাঁদের রক্তক্ষরণের পরিমাণ বেড়ে গিয়েছিল আর কয়েকজনের পরবর্তী সাইকেল একটু পিছিয়ে গিয়েছিল।
এখনো পর্যন্ত ভারতে টিকা করণে লিঙ্গ বৈষম্যের হার উদ্বেগজনক। দেশে মোট ১৭.৪৮ কোটি (৫৪%) পুরুষ টিকা পেয়েছেন আর ১৪.৯৯ কোটি(৪৬%) মহিলা টিকা পেয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584