পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলা আদালতে উত্তেজনা।আদলত কর্মীদের আন্দোলনে পুলিশের ছবি তোলা নিয়ে আদালত কর্মী ও পুলিশের মধ্যে হাতাহাতির অভিযোগ।পুলিশ লাঠি চালিয়ে আহত করেছে আদালত কর্মীদের বলে অভিযোগ,ঘটনায় অনীক পাট্টাদার ও শ্যামল দাস নামে দুই আদলত কর্মী আহত হয় বলে অভিযোগ।
আহত পুলিশের দুই আধিকারিক। আহত আদালত কর্মী অনীক পাট্টাদারকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী হাজির হয়। আদালত কর্মীরা জেলা দায়রা ও ফৌজদারী আদালতের জেলা বিচারকের বলা কিছু কথা প্রত্যাহারের দাবীতে পালন করছেন কর্মবিরতি। তবে এ বিষয়ে জেলা বিচারক উদয় কুমার সংবাদ মাধ্যমের কাছে কিছু বলতে রাজী হননি।
আরও পড়ুনঃ ফের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দিনহাটা
আদালতের কর্মীদের দাবী, শনিবার জেলা আদালতের কর্মীরা জেলা বিচারক উদয় কুমারের কাছে হাজিরা খাতায় স্বাক্ষর সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলতে যায়।কর্মীদের অভিযোগ এই বিষয়ে কথা বলতে যাওয়ার পরে দু’এক কথার পরে বিচারক কর্মীদের বেড়িয়ে যেতে বলেন। কর্মীদের দাবী বিচারকের ঘরের বাইরে তারা সাউটিং করছিলেন,এরপরেই বিচারকের নির্দেশে পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে।
পুলিশ এসেই আদালত কর্মীদের ছবি তুলতে শুরু করলে সেই বিষয় নিয়ে আদালত কর্মীদের সাথে পুলিশের বচসা ও হাতাহাতি হয়৷পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ আদালত কর্মীদের। অপর দিকে আহত পুলিশ আধিকারিক জয়ন্ত দাস বলেন, আদালত চত্বরে উর্দি পরা পুলিশ আদালত কর্মীদের হাতে এভাবে প্রহৃত হবে তা কল্পনাও করিনি।
আমরা আদলত চত্বরে আইন রক্ষার কাজে এসে ছবি তুলছিলাম সেই সময় আদালতের কর্মীরা আমাদের ওপর চড়াও হয়ে মারধোর করে৷সব ঘটনায় উত্তর দিনাজপুর জেলা আদালত চত্বরে আছে টানটান উত্তেজনা আর কৌতহুলী মানুষের ভীড়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584