নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ জেলাকে রেড জোন হিসাবে আগেই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এবার জেলার ৩টি গ্রামকে কনটেইনমেন্ট জোনের তালিকায় ফেলল রাজ্য সরকার। মালদহের রতুয়া ও মানিকচক ব্লকে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ওই দুই ব্লকের তিনটি গ্রামকে কনটেইনমেন্ট জোনভুক্ত করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে খবর ।
রাজ্যের ঘোষণার পর এদিন জেলা পুলিশের তরফে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন।
আরও পড়ুনঃ লকডাউনের মধ্যে জাল স্টিকার লাগিয়ে পানীয় জল বিক্রির অভিযোগ রায়গঞ্জে
মালদহের পুলিস সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘রতুয়ার ২টি গ্রাম এবং মানিকচকের একটি গ্রামকে কনটেইনমেন্ট জোন করা হয়েছে। সরকারের নির্দেশ মতো আমরা ওই ৩টি গ্রামে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিয়েছি। বাসিন্দাদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশের নির্দেশ মেনে চলার জন্য সকলকে বলা হয়েছে।’তিনি আরও বলেন, ‘অযথা এলাকায় জটলা করলে পুলিস কড়া পদক্ষেপ গ্রহণ করবে। সরকারি নির্দেশিকা অমান্য করলে গ্রেপ্তার করা হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584