নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
জাতীয় সড়কে নাকাচেকিং চালানোর সময় একটি বাসে তল্লাশি চালিয়ে তিনজন মহিলার কাছ থেকে ১৮ কেজি গাঁজা আটক করল পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের তালতলা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর। যে তিনজন মহিলার কাছ থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পতিরাম থানার পুলিশ, তাদেরও আটক করে পতিরাম থানায় নিয়ে আসা হয়েছে বলে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন।
পাশাপাশি তিনি আরও জানান, গতকালও জেলার বালুরঘাট থানা ২২ কেজি গাঁজা উদ্ধার করেছিল।সুতরাং হঠাৎ করে গাঁজা পাচারকারিরা এই জেলাকে করিডর হিসেবে ব্যবহার করতে চাইছে কিনা তা ওই তিন মহিলাকে আদালতে পাঠিয়ে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুনঃ চোলাই মদ বিক্রির অভিযোগে সোনামুখীতে গ্রেফতার ১
অপরদিকে যে তিনজন মহিলাকে গ্রেফতার করেছে পতিরাম থানার পুলিশ,তাদের মধ্যে রীতা বর্মন ও শেফালী মহন্ত দুজনের বাড়ি হিলি থানার বালুপাড়া এলাকায়। অন্যজন হলেন হিলি থানার ত্রীমোহিনীর বাসিন্দা অষ্টমী সরকার বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পতিরাম থানার পুলিশ বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584