নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
জমি নিয়ে বিবাদের জেরে এক মহিলার স্তন কেটে নেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মালদহ জেলার হরিশচন্দ্রপুর থানার হাতিছাপা গ্রামে। পুলিশ জানিয়েছে, জখম মহিলার নাম সারজেমা খাতুন (৫৫)৷
ঘটনায় আরও আরও দুজন মহিলা আহত হয়েছেন। আহত মহিলাদের মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হলেও বাকিরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগ মধ্যমগ্রামে
জানা গিয়েছে , হাতিছাপা গ্রামের বাসিন্দা নাইমুল হক কিছুদিন আগে বোরনাহি গ্রামে বাড়ি তৈরির জন্য কিছু জমি কেনেন ৷ অভিযোগ, তারপর থেকেই সেই জমিতে বাড়ি করতে দেওয়া হবে না বলে ওই গ্রামের কিছু দুষ্কৃতী তাঁকে নিয়মিত হুমকি দিতে শুরু করে। যদিও সেই হুমকিকে গুরুত্ব দেননি নাইমুল ৷ হুমকিকে তোয়াক্কা না করে নির্মাণ কাজও শুরু করে দেন৷ রবিবার নাইমুলের অনুপস্থিতিতে তাঁর বাড়িতে দুপুর সাড়ে তিনটে নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। সেই সময় বাড়িতে ছিলেন নাইমুলের বোন সরজেমা সহ আরও দুই মহিলা। তাদের উপর চড়াও হয় দুস্কৃতীরা। সরজেমার স্তন কেটে দেওয়া হয়। এলোপাথাড়ি কোপানো হয় তিন মহিলাকেই।
আরও পড়ুনঃ শহীদ রাজেশের স্মৃতিতেই পাকা রাস্তা করবে প্রশাসন
চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস বলেন, ‘অভিযোগ পেয়েই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584