নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
‘অন্তর্ধান’একটি স্বল্প দৈর্ঘের সাসপেন্স থ্রিলার। ছবির পরিচালক তাপসী রায় মানুষের ঈর্ষা ও অপরাধ প্রবণতার এক আদিম মেলবন্ধন কে দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। ছবির মূল উপজীব্য বিষয় হল সভ্য মানুষের অপরাধ বোধের ধরণ। এক হলো আইনের চোখে অপরাধী হওয়ার ভয়, যা সমাজ থেকে শেখা। আর দুই হলো নিজের বিবেকের কাঠগড়ায় অপরাধী হওয়ার ভয়। এই দ্বিতীয় অপরাধ বোধ আদতে মনুষ্যত্বের অন্যতম বৈশিষ্ট্য |
আইনের চোখে অপরাধী প্রমাণিত হওয়া থেকে যদিও বা সে জন্মগত সূত্রে পাওয়া অপরাধী বুদ্ধির সাহায্যে বাঁচতে পারে কিন্তু নিজের বিবেক বা অবচেতন মনের কাছ থেকে কেউ পালাতে পারেনা। ছবির নির্মাতারা এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন সমাজের কাছে। এই ছবির মুখ্য চরিত্র দুর্গা তার জীবনের শেষ যাত্রা হিসেবে মা দুর্গার কলেবরে বিলীন হয়ে এই বার্তা দিয়ে গেলো যে যৌন ঈর্ষার শিকার এই জগতের প্রতিটি নারী তা সে যতই স্বয়ং ঈশ্বরীর মতো পবিত্র হোক না কেন।
আরও পড়ুনঃ রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ
ছবির নাম এই গল্পের সার্থকতা কে বজায় রাখে কারণ এক দিকে সে যৌন ঈর্ষা ও সন্দেহের অপমানে বিদ্ধ হয়ে দেবী দুর্গার কলেবরে অন্তর্ধান করে। আর অন্যদিকে অপরাধী নিজের বিবেকের আদালতে দোষী সাব্যস্ত হয়ে অন্তর্ধান করে সামাজিক বিস্মৃতির অতলে নির্বাসিত হয় | ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পায়েল রায়। পায়েল বেশ কিছু ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম ও টেলি সিরিয়ালে কাজ করেছেন ইতিমধ্যেই। এছাড়া ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন কুন্তল দাশগুপ্ত, সুনির্মল জ্যোতি বিশ্বাস ও তনয় বসু। ছবিটি এখন দেখা যাচ্ছে ‘ইচ্ছেডানা’ অ্যাপে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584