আলিপুরদুয়ার,নিউজফ্রন্টঃবাঘের আতঙ্কে বিনিদ্র রজনী যাপন করছে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া নয়াবস্তি এলাকার বাসিন্দারা । এমন কি দিনের বেলা ও আতঙ্কে দিনযাপন করতে হচ্ছে ।
গত শনিবার থেকে রাজাভাতখাওয়া নয়াবস্তি এলাকায় বাসিন্দা দের গোরু ছাগল , মুরগি , হাঁস এমন কি বলদগোরু ও টেনে নিয়ে যাচ্ছে বাঘ । গত শনিবার প্রথমবার এলাকার নয়াবস্তি শিশুশিক্ষা কেন্দ্রর শিক্ষিকা সরস্বতী ছেত্রির বাছুর বাঘ খেয়ে নেয় । সকালে উঠে দেখতে পারে বাড়ির পাশেই তার বাছুর দেহাংশ বশেষ পড়ে আছে পরের দিন এলাকার বাসিন্দা কল্পনা গুরুঙ ও গোবিন্দ শর্মা এর ছাগল টেনে নিয়ে যায় পড়ের দিন আবার সরস্বতী ছেত্রির ছাগল নিয়ে যায় এমন কি মাঠে চড়া এক বলদ গোরু মেরে দিয়েছে এছাড়া এলাকার বাসিন্দা বিকাশ রাই, উর্মিলা লিম্বু, মীরা গুরুঙ এর ছাগল মুরগি নিয়ে গেছে । অনেকর ধারণা লেপার্ড অনেকে আবার বাঘের সম্ভবনা উড়িয়ে দিচ্ছে না । গত পাঁচ দিনে লাগাতার এমন ঘটনায় এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত । এলাকার বাসিন্দা কল্পনা গুরুঙ জানান অন্ধকার হতেই ঘড় থেকে বের হতে ভয় পাচ্ছি আর রাতে তো চোখের পাতা বন্ধ করতে পারছি না । এলাকার বাসিন্দারা জানান যে গ্ৰামের নয়াবস্তি শিশুশিক্ষা কেন্দ্রের পাশেই ঝোপঝাড় আছে আর সেখানেই বাঘ লুকিয়ে আছে বলে ধারণা কেননা সেখানে একটা বলদ গোরুর দেহাংশ অবশেষ মিলেছে । শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষিকা সরস্বতী ছেত্রি জানান যে বিদ্যালয়ের পাশেঝোপঝাড় দিনের বেলাতে ও আমরা আতঙ্কে থাকি কেননা যদি কোনো বাচ্চা কে আক্রমণ করে । তিনি আরো জানান আমরা বারংবার বনদপ্তর কে বলেছি খাঁচা বসাতে কিন্ত বসাবো বসাবো করে খাঁচা বসাচ্ছে না বনদপ্তর ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584