পিয়ালী দাস, বীরভূমঃ
বীরভূম পুলিশের উদ্যোগে তৈরি হল এক বিশেষ টাইগার ফোর্স। যে কোনও ধরনের সংঘর্ষ,জরুরি ভিত্তিক আইন শৃঙ্খলার অবনতি সামাল দিতে এই ফোর্স কাজ করবে। প্রশিক্ষণ প্রাপ্ত জওয়ানরা বাইকে করে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি সামাল দেবে।
পুলিশ সূত্রে জানা গেছে,বীরভূম জেলার তিন মহকুমায় ১২ টি করে মোট ৩৬ টি বাঘের গায়ের রঙের বাইক থাকবে।প্রতি বাইকে দু’জন করে জওয়ান থাকবে।এই জওয়ানরা যে কোনও ধরনের বিশৃঙ্খলা সামাল দেওয়ার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। বোলপুর, সিউড়ি ও রামপুরহাট পুলিশ লাইনে ২৪ জন করে জওয়ান থাকবে। বাইকগুলিও রাখা থাকবে এখানেই।
বীরভূম জেলায় প্রায়ই রাজনৈতিক, অরাজনৈতিক বিক্ষিপ্ত সংঘর্ষ, আইন শৃঙ্খলার অবনতির ঘটনা ঘটেই থাকে।তাই বীরভূম পুলিশের উদ্যোগে এই টাইগার ফোর্স তৈরি করা হয়েছে।পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি যে কোনও এলাকায় বাইক নিয়ে পৌঁছে যাবে এই ফোর্স।
জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল বলেন,”আইন শৃঙ্খলার অবনতি হলে এই ফোর্স দ্রুত পরিস্থিতি সামাল দেবে।”
আরও পড়ুনঃ বাগান বন্ধ, ঊনসত্তরের দূর্গাপুজো ঘিরে সংশয়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584