সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের আক্রমণে নিহত হলেন আরও এক মৎস্যজীবী। জানা গেছে, নিহত মৎস্যজীবীর নাম মনোয়ার মন্ডল(৬৫)। তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসবা এলাকার উপকূলীয় থানা জেমসপুরের বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকালে নৌকায় করে তিনজনের একটি মৎস্যজীবী দল জঙ্গলে যায় কাঁকড়া ধরতে আর তখনই তাকে বাঘে আক্রমণ করে। ঘটনাটি ঘটে পীরখালির এক জঙ্গলে। দেহ উদ্ধার করতে পারেনি সঙ্গীরা। সরকারি অনুমতি ছাড়াই এই দলটি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিল বলে জানা গেছে। বিষয়টি বনদফতরকে জানানো হলে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু উদ্ধার করা যায়নি দেহ। এই নিয়ে গত কয়েক দিনে বাঘের আক্রমণে নিহত হলেন তিন মৎস্যজীবী।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584