ইমেলে দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি, জারি জরুরি সতর্কতা

0
45

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

মুম্বইয়ের পর এবার দিল্লি বিমানবন্দরেও নাকি উড়ে যাবে। তাই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা হয়েছে বোম! গতকাল শনিবার বিকেলে এমনই একটি ইমেল আসে দিল্লি পুলিশের কাছে। যেখানে দাবি করা হয় যে আল কায়েদা জঙ্গিরা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানোর পরিকল্পনা করেছে। এরপরই শুরু হয় তল্লাশি, তবে কিছুক্ষণ পরই তা ভুয়ো দাবি বলে জানিয়ে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

Delhi airport
সৌজন্যেঃ এনডিটিভি

গত শুক্রবারই অমিতাভ বচ্চনের বাড়ি-সহ মুম্বইয়ের চারটি গুরুত্বপূর্ণ স্থানে বোমা রাখার ভুয়ো কল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। পরে অবশ্য জানা যায়, সেটি ছিল ভুয়ো কল এবং ঘটনায় জড়িত অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল ঘিরে তৈরি হল নতুন আলোড়ন। আতঙ্কে বিমানবন্দরের কর্মী থেকে শুরু করে যাত্রী সকলেই।

শনিবার বিমানবন্দরের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বোমা রাখার ওই দাবিতে নির্দিষ্টভাবে কিছু উল্লেখ নেই এবং বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটিও এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে। শনিবার রাত থেকেই বিমানবন্দরে প্রবেশের আগে বিমানবন্দরের সমস্ত টার্মিনাল ও অ্যাক্সেস কন্ট্রোল এমনকী প্রতিটি নাকা চেকিংয়ের পয়েন্টে নিরাপত্তা আধিকারিকদের নজরদারি বাড়ানো হয়েছে। তবে পরে ‘বোম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’-কে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এখনও বিমানবন্দরে কড়া নিরাপত্তা রয়েছে। সেই সঙ্গে আশপাশের এলাকার দিকে নজর রাখা হয়েছে।

আরও পড়ুনঃ বি-৫২ বোমারু বিমান হামলায় মৃত তালিবানের প্রায় ২০০ জঙ্গী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ইন্দিরা গান্ধী বিমানবন্দরের পুলিশ স্টেশনের তরফে জানানো হয় যে, বিমানবন্দরে বোমা রাখার হুমকি দিয়ে একটি ই-মেইল এসেছে। সেই মেইলে বলা হয়েছে যে আল কায়েদা জঙ্গিরা বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছে। করণবীর সুরি বী মহম্মদ জালাল নামক এক ব্যক্তি ও তাঁর স্ত্রী শেলি পরিচয়ে সারদা বা হাসিনা নামক এক মহিলা রবিবার সিঙ্গাপুর থেকে ভারতে আসছেন। তাঁরাই এক থেকে তিনদিনের মধ্যে বিমানবন্দরে বোমা রাখার পরিকল্পনা করেছে। বিমানবন্দরের সিকিউরিটি অপারেশন কন্ট্রোল সেন্টারের তরফে ওই উড়ো ইমেলটিকে যাচাই করে।

আরও পড়ুনঃ দেবাংশু, সুদীপ সহ ১১ জন তৃণমূল নেতা গ্রেফতার, ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

এরপরই দেখা যায় যে অতীতেও একই নামে ও এখই ভঙ্গিতে একটি হুমকি ইমেল এসেছিল বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। এসওসিসি-র তরফে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সমস্ত শীর্ষ আধিকারিকদের খবর দেওয়া হয় ও সতর্ক করা হয়। আগের মেলগুলি কোথা থেকে এসেছিল এবং এই মেলটি কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here