নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভোট পরবর্তী অশান্তি এড়াতে ভবানিপুরে ভোট গণনা নিয়ে সতর্ক লালবাজার। এই বিধানসভার আওতার ৯টি থানাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে ভবানীপুর ভোট গণনাকেন্দ্রকে।
রবিবার ভবানীপুর উপনির্বাচনের গণনার আগে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ মাথায় রেখে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। গণনাকেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল গভর্মেন্ট গার্লস হাইস্কুলে আশপাশে ১৪৪ ধারা জারি করা হবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণনাকেন্দ্রের আশেপাশে যাতে কোনোরকম জমায়েত, বা বিজয়উল্লাস না হয় সেইদিকে নজর রাখতে। পাঁচজনের বেশি একসঙ্গে থাকা যাবে না বলে নির্দেশ রয়েছে। গণনা পর্ব সম্পন্ন না হওয়া পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা।
আরও পড়ুনঃ অধীর চৌধুরীকে ৩ লক্ষ ৬০ হাজার ভোটে হারাব, মন্তব্য হুমায়ুন কবীরের
ওই কেন্দ্রের আওতার ন’টি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। নিজ নিজ এলাকায় কড়া নজর রাখতে বলা হয়েছে। ইতিমধ্যেই স্ট্রং রুম নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। তিন সেকশন কেন্দ্রীয় বাহিনীর নজরে রয়েছে ঘরের ভেতরে রাখা ইভিএম, ভিভিপ্যাট। বাইরে রয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা। ১৬ জনের দলে একজন করে ইন্সপেক্টর ও এসআই আধিকারিক। ৩ অক্টোবর পর্যন্ত তিন সেকশন কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকবে এই স্ট্রং রুম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584