নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুরে এখনো এসে পৌছায়নি কেন্দ্রীয় বাহিনী।তার আগেই সীমান্ত জুড়ে কড়া নজরদারি ও নাকা চেকিং শুরু করল জেলা পুলিশ।বিশেষত হিলি সীমান্তের কাঁটাতারবিহীণ এলাকায় বিএসএফের পাশাপাশি আলাদা করে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং শুরু হয়েছে।শনিবার হিলি কুমারগঞ্জ এবং বালুরঘাটে প্রবেশের মূল রাস্তা পতিরামের বাহিচা এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে সকাল থেকে নাকা চেকিং শুরু করে পুলিশ। জাতীয় সড়কের উপর দিয়ে যাতায়াতকারী সমস্ত যানবাহনে তল্লাশি চালান হয়। জেলা জুড়ে চলছে এই পুলিশের নাকা তল্লাশি। নির্বাচন পক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই তল্লাশি জারি থাকবে।
আরও পড়ুনঃ বিএসএফের উদ্যোগে সীমান্ত ভ্রমণে স্কুল পড়ুয়ারা
এবিষয়ে ডিএসপি হেড কোয়ার্টার ধীমান মিত্র জানান, আসন্ন নির্বচানের আগে জেলা জুড়ে নাকা চেকিং করা হচ্ছে। বালুরঘাটের পতিরাম বাহিচা মোড় এলাকায় আজ নাকা চেকিং করা হচ্ছে। ভোটের আগে তল্লাশি অভিযান চলবে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584