যাত্রা শুরু করল ‘টিকিল্যান্ড’

0
92

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ার গুণাগুণ নিয়ে শীঘ্রই আসছে ‘টিকিল্যান্ড’। কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রাইভেট লিমিটেডের প্রযোজিত নতুন স্বাদের এই ছবিটি একটি ফিউচারিস্টিক ফ্যান্টাসি স্যাটায়ার।

Tikiland
বাঁদিক থেকে অভিষেক, শুভস্মিতা, দেবতনু

অভিষেক চৌধুরী পরিচালিত এই ওয়েব ফিল্মে যেমন থাকছে ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার তেমনই থাকছে প্রযুক্তির দাপটে ক্ষতিগ্রস্ত জনজীবনের গল্প। এখানেই শেষ নয়। সোশ্যাল মিডিয়ার সঙ্গে থাকছে ফোমো নামক এক অদ্ভুত প্রযুক্তিগত ভাইরাসও (একাকীত্বের ভয়), যে ভাইরাসে আক্রান্ত সমাজ। এই ওয়েব ছবিটিতে মূলত একজন থিয়েটার শিল্পী টিকিস্টারদের মধ্যেকার দ্বন্দ্ব তুলে ধরা হবে।

Tikiland

ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবতনু ও শুভস্মিতাকে। গত বছর মুক্তি পেয়েছিল মিউজিক ভিডিও ‘মনের মানুষ’। এই ভিডিওতে ভাইরাল হওয়া জুটি দেবতনু ও শুভস্মিতা এই ছবির মাধ্যমে কামব্যাক করছেন পর্দায়। ছবিতে অতিথি শিল্পী হিসাবে রয়েছেন ঋ সেন, এছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে কয়েকজন তরুণতুর্কিকেও। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন আকাঙ্খা মংলানি।

ছবির প্রযোজক আকাঙ্খা মংলানি ছবির বিষয়ে জানান, “টিকিল্যান্ড, কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এর প্রথম বাংলা প্রোজেক্ট। আমি খুবই এক্সাইটেড এই প্রোজেক্টের সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত হতে পেরে। দেখতে খুব সহজ মনে হলেও এই প্রোজেক্টটা খুবই চ্যালেঞ্জিং। আমরা ভবিষ্যতের অদেখা পৃথিবী এই ছবির মধ্যে তুলে ধরতে চলেছি। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গেছে।”

ছবির মুখ্য অভিনেতা দেবতনু জানান, “টিকিল্যান্ডে আমার চরিত্রের নাম সপ্তক। এক থিয়েটার শিল্পীর চরিত্রে অভিনয় করছি। আমি আবেগী হয়ে পড়েছি কারণ এই স্ক্রিপ্টের সঙ্গে আমার দু’বছরের স্ট্রাগল শেষ হলো। কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, প্রযোজনা সংস্থার কর্ণধার আকাঙ্খা মংলানি এবং অনিমেষ দাশগুপ্তকে ধন্যবাদ জানাই আমার উপর বিশ্বাস রাখার জন্য।”

আরও পড়ুনঃ পুত্রসন্তানের জন্ম দিলেন নুসরত, পাশে ছিলেন বন্ধু যশ, দেখা যায়নি প্রিয় বান্ধবী মিমিকে

অন্যদিকে, অভিনেত্রী শুভস্মিতা মুখার্জী জানান, “২০২০-তে মনের মানুষ মিউজিক ভিডিওর সাফল্যের পরে আবার আমি এবং দেবতনু এক সঙ্গে পর্দায় ফিরছি টিকিল্যান্ড ওয়েব ছবির সঙ্গে। আমরা খুব আনন্দ করে শুটিং করছি। টিকিল্যান্ড একটা খুবই অন্য রকমের প্রোজেক্ট। এখানে আমার চরিত্রের নাম অদিতি। আমি খুব ভালোবেসে চরিত্রটা তুলে ধরার চেষ্টা করছি। আমি আশাবাদী সকলের এই ছবি খুব ভালো লাগবে।”

আরও পড়ুনঃ ছ’ঘন্টার যুদ্ধে জীবন ফিরে পেলেন অভিনেতা গৌরব

ছবি নিয়ে পরিচালক অভিষেক চৌধুরী জানান, “একটি ফিউচরিস্টিক গল্প বলবে ‘টিকিল্যান্ড’। সোশ্যাল মিডিয়া এবং তার ইতিবাচক ও নেতিবাচক দিক গুলো এই ওয়েব ছবির মধ্যে দিয়ে তুলে ধরবো আমরা।” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার। সম্প্রতি শুরু হয়েছে কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত ও আকাঙ্খা মংলানি নিবেদিত ‘টিকিল্যান্ড’-এর শুটিং।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here