নিউজডেস্ক,নিউজফ্রন্টঃ
ভারতে বাণিজ্যের ক্ষেত্রে নতুনভাবে ১০০ মিলিয়ন বিনিয়োগ করতে চায় টিকটক নির্মাতা সংস্থা বাইটডান্স।
নতুন ভাবে টিকটক ডাউনলোডের সুযোগ আর নেই ভারতে।ভারতে আপাতত টিকটক ডাউনলোড বন্ধ হয়ে গেছে ,কিন্তু তবুও ভারতে বাণিজ্যিক ক্ষেত্রে এখনো যথেষ্ট আশাবাদী টিকটকের নির্মাতা বাইটডান্স।
সংবাদ সংস্থা পিটিআইকে বাইটডান্স-এর ডিরেক্টর হেলেনা লার্স জানিয়েছেন “আমরা অবশ্যই বর্তমান ঘটনার জন্য হতাশ,কিন্তু আমরা খুব আশাবাদী,আগামীদিনে সমস্যার সমাধান করব।আমরা আমাদের ভারতীয় ব্যবহারকারীদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।যে কারণে আমরা ভারতে পরবর্তী তিন বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চাই।”
ভারতে ১০০ কোটি বিনিয়োগের কথা জানানোর পাশাপাশি তিনি আরও জানান ,”আমরা, একটি সংস্থা হিসাবে, স্থানীয় আইন মেনে চলি, কিন্তু আমরা সাংস্কৃতিকভাবে উপযুক্ত হতে চাই। টিকটক অ্যাপের বিষয়বস্তুকে সামাল দেওয়ার জন্য ভারতে একটি দল গঠন করা হয়েছে।গত বছর বিশ্বব্যাপী প্রায় ৪০০ শতাংশ নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল টিকটক অ্যাপে।”
আরও পড়ুনঃ অশ্লীলতা ছাড়ানোর অভিযোগে ব্যান্ড টিকটক
এই মুহূর্তে ভারতবর্ষে টিকটকের প্রায় ১২০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছেন।এছাড়া ভারতে বাইটডান্সের অপর অ্যাপ যেমন হেলো , ভিগো বেশ রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে।তবে ভারতে টিকটকের বিনিয়োগ সংক্রান্ত এই নতুন ঘোষণায় আপাতত খুশি হয়েছেন টিকটক ব্যবহারকারীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584