সুদীপ পাল,বর্ধমানঃ
সময় আর নদীর ঢেউ কারো জন্য অপেক্ষা করে না। তারা নিজের গতিতেই স্বচ্ছন্দময়। কিন্তু বর্ধমানের ঐতিহাসিক ঘড়ি মোবারক মঞ্জিলে আপাতত দাঁড়িয়ে রয়েছে স্তব্ধ হয়ে। জানা যায়, বর্ধমানের রাজা বিজয়চাঁদের ঘড়ির ভীষন শখ ছিল। তিনি চাইতেন রাজবাড়ীর কর্মচারীরা যেন সব সময় সময় দেখে কাজ করেন।
সেজন্যই শহরের বড়বাজার এলাকায় মোবারক মঞ্জিল এর উপর বসে ছিলেন তিনি। মনে করা হয়, ১৮৯৮ সালে এই ঘড়ি তৈরি হয়। মোবারক মঞ্জিলের মাথায় চারকোনা স্তম্ভের চারদিকেই রয়েছে চারটি ঘড়ি। যাতে শহরের যে কোন প্রান্ত থেকেই যেন এই ঘড়ি দেখা যায়। স্থানীয় ব্যবসায়ীরা উদ্যোগ নিয়ে এই মোবারক মঞ্জিল সাজিয়েছেন। সাজিয়েছিলেন ঘড়িটিও।
আরও পড়ুনঃ দলীয় নির্দেশ অমান্য,সাসপেন্ড দুই ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর
এখন ঘড়িটি বন্ধ কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। ১৯২০ থেকে ১৯৩২ সাল পর্যন্ত ঘড়িটি খারাপ ছিল। এরপর ঘড়িটি সারানো হলে ১৯৯০ সালে একবার তা খারাপ হয়ে যায়। তারপর বেশ কয়েকবারই থমকে গেছে ঘড়ির কাঁটা। সম্প্রতি একবার সারিয়ে দেয় বর্ধমান উন্নয়ন সংস্থা কিন্তু তারপর বন্ধ ঘড়ির আর কোন মেরামত করা যায়নি।
এলাকাবাসী বলছেন, এই মোবারক মঞ্জিল শহরের ঐতিহ্য। সেই ঐতিহ্যের যদি এই অবস্থা হয় তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যের। ‘বেনসন টাওয়ার ক্লক’ নামে পরিচিত এই ঘড়ি যতে দ্রুত সংস্কার করা যায় তা নিয়ে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন স্থানীয়রা। বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584