বিসর্জনের সুর মন্ডপে মন্ডপে

0
43

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

মা এসেছিলেন বাপেরবাড়ি। আজ তার বিদায়ের পালা। চোখের জলে নয়, হাসিমুখে তাকে সিঁদুর পরিয়ে বিদায় জানালেন মহিলারা।

Time to Immersion of Ma Durga
নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন মণ্ডপে এমনই খন্ডচিত্র ধরা পড়লো। গত চারদিন মায়ের আগমনের সাথে সাথে মেতে উঠেছিল আপামর বাঙালি। আজ বিসর্জন। আগামী বছরের অপেক্ষা আবার মা কবে তার পরিবার নিয়ে আসবেন মর্ত্যে। সেই অপেক্ষাতেই দিন গোনার পালা শুরু।তাই চোখে জল নয়। সিঁদুর পরিয়ে, উলুধ্বনি দিয়ে মহিলারা বিদায় জানালেন মাকে। সিঁদুর পরানোর সেই সিন্দুর সৌভাগ্যের প্রতীক হিসাবে নিজের সিঁথিতেও লাগালেন।

Time to Immersion of Ma Durga
নিজস্ব চিত্র

মা সবাইকে সুস্থ সবল এবং সন্তুষ্ট রাখবেন আশীর্বাদ চাইলেন। পরের বছরের অপেক্ষার শুরু আজ থেকে। শুরু হলো দিন গোনার পালা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here