প্রেমিক দেবায়ুধকে এবার বিয়ে করতে চান তিথি

0
566

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সালটা ২০০৯ থেকে ২০১৪। ঘড়ির কাঁটায় সময় রাত ৮ টা। রাস্তা দিয়ে হেঁটে গেলে একটা সুরই কানে বাজত- “তোমায় ছাড়া ঘুম আসে না মা”– স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হত বাংলা ধারাবাহিক ‘মা’।

Jhilik Tithi Basu
ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম

‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’ প্রযোজিত এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র ঝিলিক৷ মা-বাপের হারিয়ে যাওয়া মেয়ে ঝিলিক। তার শত্রু হীরা আম্মা। সেই ঝিলিককে আজও ভোলেনি বাঙালি দর্শক। ঝিলিক বাস্তবের তিথি বসু আজ আর সেই ছোট্টটি নেই। সে আজ যুবতী।

Tithi Basu
ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম

উল্লেখ্য, ‘মা’ ধারাবাহিকের পর সেভাবে তাঁকে আর দেখা যায়নি টেলিভিশনের পর্দায়। মন দিয়েছিলেন লেখাপড়াতেই। ব্যস্ত হয়ে পড়েন নিজের অ্যাকাডেমিক কেরিয়ার নিয়ে৷ লেখাপড়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তিনি৷ ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা লাখ ছুঁই ছুঁই। সকলেই ফের দেখতে চায় তাঁকে পর্দায়। কিন্তু তিথি কী চান? জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

দীর্ঘদিন ধরেই ক্রিকেটার দেবায়ুধ পালের সঙ্গে প্রেম তাঁর। এ কথা প্রায় সকলেরই জানা। রাখ ঢাক নেই তিথির৷ প্রেমিকের জন্মদিনে ভালোবাসায় ভরা পোস্ট দিয়ে তিনি লেখেন যে, দেবায়ুধকে ছাড়া আর কাউকেই চান না তিনি। তিথি আরও লেখেন, দেবায়ুধ যদি তাঁর প্রথম চাওয়া হয়, তবে তাঁকে বিয়ে করা তাঁর দ্বিতীয় ইচ্ছে।…

আরও পড়ুনঃ ভক্তের কল্যাণে মেসির জার্সি যশের গায়ে

বহুদিন ধরেই ক্রিকেট খেলেন দেবায়ুধ। একদিন জাতীয় দলে ডাক পাবেন, এমনই তাঁর স্বপ্ন। প্রেমিকের সব স্বপের অংশীদার হতে চান তিথি। প্রেমিকের উদ্দেশ্যে তিথির ভালোবাসা মোড়া পোস্টে ভালোবাসার ইমোজি পাঠিয়েছে নেট নাগরিকবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here