নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এক নতুন গল্পের নাম ‘অধরা’। সেই অধরাও আবার একটি সাসপেন্স থ্রিলার। গল্পের প্রধান চরিত্র অজয় একদিন কলকাতা শহরে আসে।কিছুদিনের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে৷ এরপরই শুরু হয় হত্যালীলা, কে বা কারা খুন করছে সেটা জানতে দর্শককে শেষ অবধি অপেক্ষা করতে হবে। কারণ এর চেয়ে বেশি কিছু জানা যায়নি গল্পের ব্যাপারে।
‘অধরা’তে মুখ্য ভূমিকায় রয়েছে আদিত্য গর্গ, জিয়া চ্যাটার্জি, শার্লি পাল সহ আরও অনেকে। ছবিটি এ বছর একটি ও.টি.টি প্লাটফর্মে রিলিজ করবে। ছবির প্রযোজনায় ‘রেড ভেলভেট’ । ছবির প্রযোজক নবীন আগরওয়াল। ছবির পরিচালক অর্ফিউস মুখোটি।

এই ছবির মাধ্যমেই পর্দায় ডেবিউ করছেন আইনজীবী তথা মডেল তিতির গাঙ্গুলি৷ প্রসঙ্গত, অর্ফিউস এর আগে ‘এই শহরে’, ‘আকাশী পুলওভার’, ‘বলি’, ‘ধাওয়া’, ‘ওই পথ গেছে বেঁকে’ ছবিগুলি পরিচালনা করেছেন। ‘আকাশী পুলওভার’ বারোটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে।
আরও পড়ুনঃ নির্মাণের পথে অনিন্দ্য ব্যানার্জির তৃতীয় অ্যান্টি লজিক ছবি ‘কভেট লেটার’

তিতির গাঙ্গুলি জানান, “ছোট থেকেই অভিনেত্রী হতে চাইতাম। মডেলিং-এর দিকেও ঝোঁক ছিল। আমার পরিবারের কেউই অভিনয় করেনি কখনও। আমার এই গ্ল্যামার দুনিয়ায় পদক্ষেপের ব্যাপারে বাবা-মায়ের ভূমিকা অনস্বীকার্য। এ ছাড়া আমার বড় বোন সায়ন্তনী সরকারের ভূমিকাও কম না। এই লকডাউনে আমি প্রচুর অনলাইন অ্যাক্টিং ক্লাসে অংশ নিয়েছি।
আরও পড়ুনঃ নতুন বছরে প্রসূণের ভয় ‘যদি না হয় আর দেখা’
পরিচালক অর্ফিউস মুখোটির অভিনয়ের উপর অনলাইন ক্লাস এবং একটি কোর্স আমাকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে। প্রথমদিকে, যখন লকডাউন শুরু হয় তখন কী করে এগোব বুঝতে পারছিলাম না। তারপরে, এই স্বল্প-মেয়াদী অনলাইন অভিনয় ক্লাসগুলিতে অংশ নিই। এই লকডাউন আমায় আরও একটি জিনিস শিখিয়েছে। তা হল ধৈর্য।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584