এবার কোন চরিত্রে ধরা দেবে মিষ্টি?

0
953

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

স্বপ্ন ডানা মেলে আকাশে উড়লেও সেই স্বপ্ন কী পূরণ হয়? তিতলিও দেখে আকাশ ছোঁয়ার স্বপ্ন। কিন্তু সে বধির। তাই নিমেষে আকাশ থেকে মাটিতে লুটিয়ে পড়ে তাঁর স্বপ্ন। তবে সে মেয়ে হেরে যাওয়ার পাত্রী নয়।

Misti Singh | newsfront.co

প্রতিবন্ধকতা পেরিয়ে এরকমই এক আকাশ ছোঁয়ার গল্প নিয়ে সুশান্ত দাস-এর প্রযোজনা সংস্থা টেন্টের হাত ধরে নতুন ধারাবাহিক ‘তিতলি’ আসছে স্টার জলসায়। তিতলির চরিত্রে অভিনয় করছেন মধুপ্রিয়া চৌধুরী এবং সানি’র চরিত্রে অভিনয় করছেন আরিয়ান ভৌমিক। সানি’র দিদির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিষ্টি সিং-কে।

Titli | newsfront.co

আরও পড়ুনঃ ঢাক বাজানো শিখছেন শ্বেতা

জনপ্রিয় ধারাবাহিক ‘টেক্কা-রাজা-বাদশা’তে শেষ দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও, ‘বিকেলে ভোরের ফুল’, ‘খোকাবাবু’, ‘আঁচল’-এর মতো ধারাবাহিকগুলিতে তাঁর অনবদ্য অভিনয় অনেক আগেই দর্শকের মন জয় করেছে। ‘তিতলি’ ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম কিন্নি।

Aryan Bhowmik | newsfront.co

মিষ্টি’র কথায়, এখানে তাঁর চরিত্রটি একেবারে অন্যরকম। মিষ্টি সিং-এর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে চন্দ্রনিভ মুখোপাধ্যায়কে। মিষ্টি থুড়ি কিন্নি’র বাবা, মায়ের চরিত্রে রয়েছেন কুশল চক্রবর্তী এবং মৈত্রী মিত্র। আগামীকাল থেকে সোম থেকে রবি সন্ধে সাড়ে ৬ টায় স্টার জলসায় দেখতে ভুলবেন না ‘তিতলি’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here