নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:-
তিতলির প্রভাবে তৈরি হওয়া স্থানীয় একটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের একাধিক গ্রাম। নছিপুর গ্রাম পঞ্চায়েতের চারটি গ্রামের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। ভেঙে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি। ভেঙে পড়েছে গাছ-সহ বিদ্যুতের খুঁটি। দেওয়াল চাপা পড়ে আহত হয়েছেন চারজন। তাদের কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রোহিনিতেও ঘুর্ণিঝড়ের প্রভাব পড়েছে। তিতলির প্রভাবে ভেঙে গিয়েছে একটি পুজো প্যাণ্ডেল। পশ্চিম মেদিনীপুর খড়্গপুরে তিতলির পৃথিবীর দাপটে মৃত্যু হল এক ব্যক্তির। ইলিয়াস মল্লিক নামে এক ব্যক্তির পাশাপাশি কলাইকুন্ডা কেশিয়াড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছে একাধিক মানুষ। প্রায় গুরুতর আহত অবস্থায় এখনো খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি ৩ জন। এখনও পর্যন্ত মোট আহতের সংখ্যা ৭ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584