মর্দানি ২ এ কামব্যাক রানীর

0
180

পিয়া গুপ্তা, বিনোদন ডেস্কঃ

Mardaani 2 comeback
ছবিঃপ্রতিবেদক

২০১৫’তে বিয়ের পর প্রথম ছবি ‘মর্দানি’ তে অসম্ভব ভাল অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছিলেন রানী মুখার্জি।বিয়ের পর রানীর প্রথম ছবি এবং যথাযথ কামব্যাক।এরপর দীর্ঘ বিরতির পর আবারও নতুন ভাবে নতুন রূপে মর্দানি ২ নিয়ে দর্শকদের কাছে আবারও ফিরছেন রানী।রানী মুখার্জী তার মেয়ে আদিরার তৃতীয় জন্মদিন উদযাপন করার পরেই নিজের পরবর্তী ছবি মর্দানি ২-এর ঘোষণা দিয়েছেন।

Mardaani 2 comeback
ছবিঃপ্রতিবেদক

ইয়াস রাজ ফিল্ম’ টুইটার পেজে পোস্ট করা একটি বিবৃতিতে রাণী মুখার্জী বলেন,”মর্দানি সবসময়ই আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে…গোপী একটি অসাধারণ স্ক্রিপ্ট লিখেছেন যা আমাদের সকলের খুব কাছের। শিগগিরর মর্দানি ২ চলচ্চিত্রটি শ্যুটিং শুরু হবে।জানা গেছে মর্দানি ২ তে রাণীর স্বামী যশ রাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া ছবিটি প্রযোজনা করবেন।এই ছবি পরিচালনার দায়িত্বে আছেন নতুন মুখ গোপী পুথ্রম।আর ছবিটির গল্পও লিখেছিলেন গোপীই।

আরও পড়ুনঃ চব্বিশ কোটি পারিশ্রমিকে কঙ্গনা সেলুলয়েডে জয়ললিতার ভূমিকায়

উল্লেখ্য ২০১৪ সালে মুক্তি পেয়েছিল মর্দানি।একজন পুলিশ অফিসারের ভূমিকায় নজর কেড়েছিলেন রানী। এরপর মেয়ে আদিরার জন্মের পর খানিকটা বিরতি নিয়েছিলেন রানী।এবার আবারো তাকে দেখা যাবে মর্দানি ২ তে অভিনয় করতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here