শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
আজ পুনরায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখল করল তৃণমূল। তৃণমূল কংগ্রেস থেকে লোকসভা নির্বাচনের পর দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১৮ সদস্যের সভাধিপতি লিপিকা রায়-সহ ১০ জন তৃণমূল সদস্য চলে যাওয়ায় বিজেপি-র দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখল করেছে বলে দাবি করে।
তারপরেও বিজেপি থেকে আরও পাঁচজন সদস্য তৃণমূলে ফিরে এলে তৃণমূল পুনরায় জেলা পরিষদ দখল করে।
আরও পড়ুনঃ নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে গোঘাটে বিজেপির সভা
দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাধিপতি লিপিকা রায়-সহ ৫ জন বিজেপিতেই ছিলেন কিন্তু আজ লিপিকা রায় পুনরায় তৃণমূলে যোগদান করায় আজ তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সম্পূর্ণরূপে দখল করল।
আজ লিপিকা রায়, জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষের কার্যালয়ে এসে অর্পিতা ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগদান করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584