তৃণমূল কর্মীকে কোপালো বিজেপি আশ্রিত দুষ্কৃতী

0
38

পিয়ালী দাস, বীরভূমঃ

আবারও দাদাগিরি বিজেপির। সিপিএম ছেড়ে আসা হার্মাদ বাহিনীর সদস্যরা বিজেপি নয়নের মনি হয় কারণ অকারণে হামলা চালাচ্ছে তৃণমূল কর্মী থেকে শুরু করে নিরীহ গ্রামবাসীদের উপরে।কখনও ভয় দেখিয়ে বিজেপিতে যোগদানে বাধ্য করছে,আবার কখনও বন্দুকের নলের ডগায় ঘর ছাড়া করছে তৃণমূল কর্মীদের।
এবার রাস্তায় কেন বিজেপির পতাকা পড়ে রয়েছে এই অভিযোগে এক তৃণমূল কর্মীকে টাঙ্গি দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

TMC activists Killed by BJP Supporter
এই পড়ে থাকা পতাকা ঘিরেই দ্বন্দ্ব।নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে বীরভূমের পারুই থানার বন্সংকা গ্রামে। গুরুতর জখম অবস্থায় আহত তৃণমূল কর্মী নবী হোসেনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সিউড়ি ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুরুল ইসলাম বলেন,ওই এলাকার সিপিএমের হার্মাদ বাহিনীর বেশ কিছু সদস্য যারা সিপিএম এর হয়ে এলাকা দখল এর কাজ করতো তারাই এখন বিজেপির হয়ে হামলা চালিয়ে তৃণমূল কর্মীদেরকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে।নবী হোসেন বাড়িতে ছিল যে সময় থাকে আক্রমণ করা হয়। রাস্তায় পতাকা পড়ে থাকলে তার জন্য এইভাবে টাঙ্গি দিয়ে কুপিয়ে খুন করতে হবে এটা কোন ধরনের রাজনীতি।
আসলে গ্রাম দখলে সিপিএম ও বিজেপি একসাথে হাত মিলিয়েছে।

আরও পড়ুনঃ বহরমপুরে বিজেপির অবস্থান বিক্ষোভে আটকে দেওয়া হল শববাহী গাড়ি

বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামা প্রসাদ মন্ডল অবশ্য সম্পূর্ণ অস্বীকার করে বলেন এই হামলার পেছনে বিজেপির কোন যোগ নেই।
হামলায় জখম তৃণমূল কর্মী নবী হোসেনের পরিবারের সদস্যরা জানায় মুজিবুর শেখ এবং শেখ মফিজুল এই দুজনেই মূলত হামলার নেতৃত্ব দিয়েছে।

ঘটনার পর থেকে গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ইতিমধ্যে তৃণমূল কর্মীকে হামলার অভিযোগে পারুই থানার পুলিশ দু’জনকে আটক করেছে।

এরপর তৃণমূলের পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত হামলাকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here