নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গত লোকসভা ভোটে রাজ্যের তৃণমূল ভালো ফল না করায় সেই জায়গায় তৃণমূলের একাধিক পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে।
পরে সেই পার্টি অফিস পুনরায় দখল নেয় তৃণমূল। কিন্তু বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত তৃণমূল তাদের দলীয় কার্যালয় খুলতে পারেনি।
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লক তৃণমূল নেতা লক্ষী সিটের নির্দেশে প্রায় তিনশ মোটরসাইকেল মিছিল করে অ্যালাও রামপুরা এলাকার দুটি দলীয় কার্যালয় পুনরায় দখল করে দলীয় কার্যালয়ে গুলি খুললেন।
এলাকার তৃণমূল নেতা লক্ষ্মী সিটের বক্তব্য, লোকসভা ভোটের ফল দেখে হয়তো বিজেপি ভেবেছিল আমরা গোটা রাজ্যে ক্ষমতায় চলে এসেছি, এরপর সন্ত্রাস করে আমাদের দলীয় কার্যালয়েগুলিকে দখল করে নেয়। আজকে আমরা পুনরায় আমাদের পার্টি অফিস দখল করলাম।
আরও পড়ুনঃ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নয়াগ্রামে তৃণমূলের মিছিল
যদিও এব্যাপারে বিজেপির এসসি মোর্চা জেলা সভাপতি বিশ্বনাথ দলের বক্তব্য লোকসভা ভোটের আগে যেভাবে তৃণমূল এলাকায় সন্ত্রাস সহ দুর্নীতি করে গেছে এরপর যখন মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ জয়লাভ করে তখন ভয়ে এলাকা ছাড়া হয়ে যায় বহু নেতৃত্ব।
এরপর একে একে এলাকায় তৃণমূল নেতারা ঢুকছে তাদের নিজস্ব দলীয় কার্যালয়ে খুলছে এতে বিজেপির কোন হাত নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584